ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসিকে কিংবদন্তি বাতিস্তুতার উপদেশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেসিকে কিংবদন্তি বাতিস্তুতার উপদেশ

ক্রীড়া ডেস্ক : গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। ছিলেন আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাকে অবশ্য ছাড়িয়ে গেছেন লিওনেল মেসি। ২০০৫ সালে ফুটবল থেকে অবসর নেওয়া এই আর্জেন্টাইন কিংবদন্তি আজ বুধবার উপদেশ দিয়েছেন লিওনেল মেসিকে। জানিয়েছেন মেসির উচিত হবে না রাশিয়া বিশ্বকাপটি তার শেষ বিশ্বকাপ হিসেবে খেলা। যদি ফিট থাকে তাহলে যাতে মেসি কাতার বিশ্বকাপটাও খেলে।

বাতিস্তুতা বলেন, ‘আমি বলব যদি তার কোনো ইনজুরি সমস্যা না থাকে তাহলে যাতে কাতার বিশ্বকাপটাও খেলে। আর রাশিয়া বিশ্বকাপ যেন সে তার শেষ বিশ্বকাপ হিসেবে না খেলে। কোনো চাপ কিংবা দুশ্চিন্তা নয়, রিলাক্স থেকে যেন রাশিয়া বিশ্বকাপ খেলে মেসি।’

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন ও দলের বিষয়ে তিনি বলেন, ‘আসলে তারা দুঃখজনকভাবে ভালো খেলছে না। তারা বেশ কয়েকবার কোচ পরিবর্তন করার চেষ্টা করেছে। করেছেও। কোচের কাজ ও খেলার ধরনেও প্রভাব ফেলেছে। মেসি বিশ্বসেরা ফুটবলার। সে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে। কিন্তু পারছে না। আসলে আপনাকে একটি দল গঠন করতে হবে। যেটা মেসিকে ঘিরে দুর্দান্ত পারফর্ম করবে। কেন জানি তেমনটা হচ্ছে না।’

লিওনেল মেসি তাকে পেছনে ফেলে এখন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাকে মেসি পেছনে ফেলেছেন। তার রেকর্ড ভেঙে দিয়েছেন। সেটা নিয়ে কী অনুভব করেন তিনি, ‘আমি আসলে হারতে চাই না। এমন কিছু হারাতে চাই না যেটা আমাকে গর্বিত করেছে। যেটা নিয়ে আমি গর্ব করতে পারি। তবে মেসির মতো অতিমানবীয় ফুটবলার যখন আমার রেকর্ড ভাঙে তখন সেটা স্বস্তির।’

বাতিস্তুতা আর্জেন্টিনার হয়ে ৩টি বিশ্বকাপ খেলেছেন। তিনিই ফুটবল ইতিহাসে একমাত্র খেলোয়াড় যিনি পরপর দুটি বিশ্বকাপে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন। ১৯৯৪ বিশ্বকাপে গ্রীসের বিপক্ষে হ্যাটট্রিক করার পর  ১৯৯৮ বিশ্বকাপে জামাইকার বিপক্ষে হ্যাটট্রিক করেন।

তিনি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং ফিফা কনফেডারেশন কাপ জিতেছেন। ১৯৯৯ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কারে তৃতীয় স্থান অর্জন করেছিলেন। ২০০৪ সালে ১২৫ জন জীবিত ফুটবলারের তালিকায় সেরা ১০০ তে স্থান পান। ২০০৫ সালে ফুটবল থেকে অবসর নেন এই কিংবদন্তি।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়