ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৩ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ বুধবার থেকে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী স্টেডিয়ামে শুরু হয়েছে বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা)-২০১৭।

বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এম.পি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোসা: রখফার সুলতানা খানম এআইজি (এডমিন) বাংলাদেশ পুলিশ এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগণ।

আজ বুধবার পুরুষ বিভাগের প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৫-১২ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-৩ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৯-১৬ গোলে কোয়ান্টামকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-৯ গোলে এগিয়ে ছিল। আর তৃতীয় খেলায় বাংলাদেশ আনসার  ৪০-২৪ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৯-১১ গোলে এগিয়ে ছিল।

এদিকে মহিলা বিভাগে প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ৩০-১২ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-৫  গোলে এগিয়ে ছিল। পরের ম্যাচে বিজেএমসি  ৩৪-০৯ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-৪ গোলে এগিয়ে ছিল।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়