ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অ্যালিস্টার কুকের ৩৫ হাজার মিনিট

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৪ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যালিস্টার কুকের ৩৫ হাজার মিনিট

অ্যালিস্টার কুক

ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের প্রথম এবং সব মিলিয়ে অষ্টম ক্রিকেটার হিসেবে আজ ১৫০তম টেস্ট খেলতে নেমেছেন অ্যালিস্টার কুক। অবশ্য অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ৭ রান করে আউট হয়েছেন।

তবে আজ যতক্ষণ তিনি ক্রিজে ছিলেন তাতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। দেশের হয়ে ক্রিজে ৩৫ হাজার মিনিট অতিক্রম করেছেন টপ অর্ডারের এই ব্যাটসম্যান। যেটাকে দিনে পরিবর্তন করলে দাঁড়ায় ২৪দিন! এই সময়ের মধ্যে তিনি বিশ্বের সেরা সেরা বোলারদের মুখোমুখি হয়েছেন। সেঞ্চুরি করেছেন ৩১টি, হাফ সেঞ্চুরি ৫৫টি। রান করেছেন ১১ হাজার ৬৯১টি।

২০০৬ সালে ভারতের বিপক্ষে নাগপুরে তার টেস্ট অভিষেক হয়। এরপর গেল ১১ বছরে তিনি ইংল্যান্ডের হয়ে মাত্র একটি টেস্ট মিস করেছেন। সেটাও ২০০৬ সালে ভারতের বিপক্ষে মুম্বাইতে। অসুস্থ্যতার কারণে তিনি সেবার খেলতে পারেননি। কিন্তু কখনো তাকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়নি।



রাইজিংবিডি/ঢাকা/১৪ ডিসেম্বর ২০১৭/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়