ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টি-টেন ইতিহাসের প্রথম হ্যাটট্রিক আফ্রিদির

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ১৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টি-টেন ইতিহাসের প্রথম হ্যাটট্রিক আফ্রিদির

ক্রীড়া ডেস্ক: টি-টেন লিগ ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বীরেন্দের শেবাগের দল মারাঠা অ্যারাবিয়ান্সের বিপক্ষে ২৫ রানের জয় পেয়েছে তামিম-আফ্রিদিদের দল পাখতুনস।ওই ম্যাচ দুর্দান্ত এক হ্যাটট্রিকে আফ্রিদি প্রমাণ করলেন এখনো ফুরিয়ে যাননি তিনি।

বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে পাখতুনসের ছুঁড়ে দেওয়া ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট ৯৬ রান তুলতে সক্ষম হয় মারাঠা অ্যারাবিয়ান্স। দলটির পক্ষে অ্যালেক্স হেলস ২৬ বলে ৫৭ রান করে অপরাজিত ছিলেন। পাখতুনসের পক্ষে শহীদ আফ্রিদি ৩টি, সোহেল খান ২টি ও মোহাম্মদ ইরফান ২টি করে উইকেট নেন।

টানা তিন বলে উইকেট নিয়ে টি-টেন ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের কীর্তি গড়লেন আফ্রিদি। ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বলে রিলে রৌশোকে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরান আফ্রিদি। দ্বিতীয় বলে আফ্রিদির শিকার উইন্ডিজ তারকা ডোয়াইন ব্রাভো। এর পরের বলে আফ্রিদির বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়েন মারাঠা অ্যারাবিয়ান্সের অধিনায়ক বীরেন্দর শেবাগ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে চার উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে পাখতুনস। দলের পক্ষে ফখর জামান ২২ বল খেলে ৪৫ রান করে অপরাজিত থাকেন। লিয়াম ডসন ২৩ বল খেলে ৪৪ রান করেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়