ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নারী নিহত

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নারী নিহত

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গার ছুরিকাঘাতে রোহিঙ্গা নারী নিহত হয়েছে।

শনিবার দুপুর দেড়টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাত করা হয়। নিহত রোহিঙ্গা নারী হলেন মমতাজ আহমদ (৩৫)। এ সময় আরেক রোহিঙ্গা মহিব উল্লাহ আহত হয়েছে।

খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে রোহিঙ্গা আরিফ উল্লাহকে আটক করেছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘পূর্ব শত্রুতার জের ধরে কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরিফ উল্লাহ পাশের ক্যাম্পের মমতাজ আহমদকে ছুরিকাঘাত করেন। এ সময় অন্য রোহিঙ্গারা দ্রুত মমতাজকে স্থানীয় চিকিৎসা সেন্টারে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান। আরিফ উল্লাহকে রোহিঙ্গাদের সহায়তায় আটক করেছে পুলিশ।’’

আটক আরিফ উল্লাহর বরাত দিয়ে ওসি বলেন, ‘‘মিয়ানমারের রাখাইনে দুই বছর আগে আরিফ উল্লাহর ভাইকে হত্যা করে বাংলাদেশে পালিয়ে আসেন মমতাজ। এরপর আরিফ উল্লাহও বাংলাদেশে এসে মমতাজকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে দুপুরে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে পেয়ে মমতাজকে ছুরিকাঘাত করেন।’’

ওসি আবুল খায়ের বলেন, ক্যাম্পে প্রতিদিন কোনো না কোনো ঘটনা ঘটাচ্ছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এ সব রোহিঙ্গাদের সামাল দিতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।



রাইজিংবিডি/কক্সবাজার/১৩ জানুয়ারি ২০১৮/রুবেল/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়