ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকার ছন্দপতন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ১৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষ বিকেলে দক্ষিণ আফ্রিকার ছন্দপতন

ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শনিবার টস জিতে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম, ডিন এলগার, হাশিম আমলায় শুরুটা ভালো হলেও শেষ বিকেলে ছন্দপতন ঘটে স্বাগতিকদের। ২ উইকেট হারিয়ে ১৯৯ রান করা দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে। ক্রিজে আছেন ফাপ ডু প্লেসিস (২৫) ও কেশব মহারাজ (১০)। তারা দুজন দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন।

শনিবার সেঞ্চুরিয়নে উদ্বোধনী জুটিতে এইডেন মার্করাম ও ডিন এলগার ৮৫ রান তোলেন। এরপর ব্যক্তিগত ৩১ রানেই সাজঘরে ফেরেন এলগার। দলীয় ১৪৮ রানের সময় রবীচন্দ্রন অশ্বিনের বলে পার্থিব প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্করাম। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ১৫০ বল খেলে ১৫টি চারের সাহায্যে ৯৪ রান করেন মার্করাম। তৃতীয় উইকেটে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলা দলীয় সংগ্রহকে ১৯৯ রান পর্যন্ত টেনে নেন। এরপর ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে যান ডি ভিলিয়ার্স (২০)।

এরপর দ্রুতই আরো তিনটি উইকেট হারায় স্বাগতিকরা। ২৪৬ রানের মাথায় হাশিম আমলা ১৫৩ বলে ১৪ চারে ৮২ রান করে রান আউটে কাটা পড়েন । ২৫০ রানের মাথায় কুইন্টন ডি কক অশ্বিনের তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। গোল্ডেন ডাক মারেন তিনি। ২৫১ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারায় প্রোটিয়ারা। এ সময় রান আউট হন ভারনন ফিলান্ডার (০)। এরপর ডু প্লেসিস ও কেশব মহারাজ মিলে দিনের বাকি সময়টুকু পার করেন।

বল হাতে ভারতের অশ্বিন ৩টি ও ইশান্ত শর্মা ১টি উইকেট নন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৩ জানুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়