ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নেমে পড়লেন হাথুরুসিংহেও…

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৬ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেমে পড়লেন হাথুরুসিংহেও…

ক্রীড়া প্রতিবেদক : উপরের চিত্রটি এর আগের দেখা গিয়েছে কয়েকবার। তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা। তাই নেটে তিনি ছিলেন দীর্ঘক্ষণ। 

বাংলাদেশের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে সামলাতে শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথরুসিংহে নিজেই নেমে পড়লেন নেটে। আজ শ্রীলঙ্কা ক্রিকেট দল দুপুর ২টা ৩০ থেকে অনুশীলন করে মিরপুরের একাডেমিতে।

 



লঙ্কান দলে রয়েছে একাধিক বাঁহাতি ব্যাটসম্যান। তাদের আটকাতে প্রতিপক্ষ ব্যবহার করতে পারে ডানহাতি স্পিনার। এ কারণে হাথরুসিংহে নিজে বোলিং করে শিষ্যদের অনুশীলন করান। কখনও উপল থারাঙ্গা, কখনও নিরোশান ডিকভেলা আবার কখনও দানুশকা গুনাথিলকাকে বল ছুঁড়েছেন হাথরুসিংহে। শুধু হাথরুসিংহে নন বল থ্রো করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ সামারাবীরাও।

বলার অপেক্ষা রাখে না লঙ্কান দলের এবারের চ্যালেঞ্জ ভিন্ন। ত্রিদেশীয় সিরিজের পর রয়েছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। হাথুরুসিংহে দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম অ্যাসাইনমেন্ট। পুরো দলের সঙ্গে চ্যালেঞ্জটা তারও। তাই শিষ্যদের অনুশীলনে কোনো ফাঁক রাখছেন না ৪৯ বছর বয়সি এ কোচ।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জানুয়ারি ২০১৮/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়