ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পূজারার অপ্রত্যাশিত রেকর্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩১, ১৭ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পূজারার অপ্রত্যাশিত রেকর্ড

ক্রীড়া ডেস্ক : সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে ১৩৫ রানে হারের লজ্জাকে সঙ্গী করেছে ভারত। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ টেস্টে সিরিজ হেরে গেছে বিরাট কোহলির দল। নিজেদের এমন হারের দিন অপ্রত্যাশিত এক রেকর্ডকে সঙ্গী করেছেন ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা।

প্রথম ইনিংসে ওয়ানডাউনে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন পূজারা। ১ বল মোকাবিলা করে দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত বোলার নিডির হাতে রানআউটের খড়গে কাটা পড়ে সাজঘরে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসেও রানআউট হয়ে মাঠ ছাড়েন তিনি। ভারতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে রানআউট হওয়ার ঘটনা এটাই প্রথম। এর মধ্য দিয়ে অপ্রত্যাশিত এক রেকর্ডকে সঙ্গী করে নিলেন তিনি।

দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ১৯ রানে রানআউট হয়েছেন পূজারা। দলের ১৫১ রানে অলআউট ঠেকাতে ওয়াডাউনে নেমে তেমন ভূমিকা রাখতে পারেননি তিনি। একই টেস্টে দুই ইনিংসে রানআউট হওয়া বিশ্বের ২৩তম ব্যাটসম্যান পূজারা। সবশেষে ২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে স্টিফেন ফ্লেমিং এই কীর্তির সাক্ষী হন। তার পর এই প্রথম একই টেস্টে দুই ইনিংসে রানআউট হলেন পূজারা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জানুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়