ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গ্রেপ্তার-তল্লাশি দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা : ফখরুল

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ৩১ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রেপ্তার-তল্লাশি দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা : ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের গ্রেপ্তার এবং তাদের বাসায় তল্লাশির ঘটনাকে সরকারের ‘দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাতে বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালকে আটকের পর এক বিবৃতিতে মির্জা ফখরুল  বলেন, ‘ভবিষ্যৎ দুরভিসন্ধিমূলক কর্মপরিকল্পনা বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে বিরাট বাধা হিসেবে গণ্য করে সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর নিষ্ঠুর নিপীড়ন ও অত্যাচারের মাত্রা বৃদ্ধি করেছে।’

‘সেজন্যই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাসায় বাসায় হামলা চালাচ্ছে, নেতাকর্মীদেরকে নির্বিচারে গ্রেপ্তার ও শারীরিকভাবে নির্যাতন করছে। ছাত্রদলের সাবেক সভাপতি জনাব আজিজুল বারী হেলালও সরকারের সেই উৎপীড়নের নিষ্ঠুর শিকার হলেন।’

এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজিজুল বারী হেলালের ন্যায় দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাকে বাসা থেকে উঠিয়ে নেওয়ার পরও তাকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশের অস্বীকৃতি অত্যন্ত আতঙ্কজনক।’

তিনি অবিলম্বে আজিজুল বারী হেলালের অবস্থান পরিষ্কার করে তার মুক্তির জোর দাবি জানান।



রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৮/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়