ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাংলাদেশে ‘সেইফার ইন্টারনেট ডে-২০১৮’ পালিত

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৬ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশে ‘সেইফার ইন্টারনেট ডে-২০১৮’ পালিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে ‘সেইফার ইন্টারনেট ডে-২০১৮’ পালিত হয়েছে।

মঙ্গলবার ইন্টারনেট সোসাইটি (আইসক) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ভার্চুয়াল ক্লাস রুমে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিরাপদে ইন্টারনেটের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপপরিচালক (আইটি) নাদির বিন আলী, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার উদ্দীন, কোষাধ্যক্ষ মো. আবদুল আওয়াল প্রমুখ। এ সময় কীভাবে ইন্টারনেট সোসাইটির সদস্য হবে এবং সদস্যরা কী কী সুবিধা পাবে, এসব বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অনলাইনে নিরাপদ থাকতে হলে সবার আগে দরকার সচেতনতা। আমাদের অসচেতনতার জন্য শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে আমরা অনলাইনে বিভিন্ন ধরনের হয়রানি বা সমস্যার সম্মুখীন হই। অনলাইনে কোনো কিছু একবার পোস্ট হলে তা আপনি মুছে দিলেও, সাইবার জগতে এটি কোনো কোনোভাবে থেকে যাবে। ফলে অনলাইনে সকল প্রকার কার্যক্রম করার পূর্বে ভেবে-চিন্তে করা উচিত।

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশের এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।



রাইজিংবিডি/ ঢাকা/৬ ফেব্রুয়ারি ২০১৮/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়