ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১০ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরেই জাতীয় নির্বাচনের দাবিতে থাইল্যান্ডে বিক্ষোভ করেছে প্রায় চারশ লোক। ২০১৪ সালে দেশটিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর শনিবারই ছিল সবচেয়ে বড় জান্তাবিরোধী বিক্ষোভ।

ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার জান্তা প্রধান ও প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা নির্বাচনের প্রতিশ্রুতি ও সময় ঘোষণা করেছেন। কিন্তু প্রতিবারই সময় পেছানো হয়েছে। সর্বশেষ চলতি বছরের নভেম্বরে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ওঁচা।

তবে গত মাসে দেশটির নির্বাচন বিধি সংশোধন করেছে পার্লামেন্ট। এর ফলে চলতি বছর নয় বরং আগামী বছরের শুরুতে নির্বাচন হবে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার রাজধানী ব্যাংককের গণতন্ত্র স্মৃতিস্তম্ভের কাছে সমবেত হয় প্রায় চারশ বিক্ষোভকারী। তারা প্রতিকী ব্যালট বাক্স উঁচিয়ে ‘স্বৈরশাসনে বিরক্ত’ সহ জান্তাবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

ফেসবুকে সসিপাহত সিরি নামে পরিচিত বিক্ষোভকারীদের এক প্রতিনিধি বলেন, ‘২০১৮ সালের নভেম্বরেই এনসিপিও’র (সামরিক জান্তা) নির্বাচন করা উচিৎ, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে নয়।’



রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়