ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

‘দেশে সঠিকভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘দেশে সঠিকভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : দেশে সঠিকভাবে গণতন্ত্রের চর্চা হচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ সভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্রের চর্চা না থাকলে বিএনপি কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে? আজ তারা কীভাবে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে? মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করছে। এসব সুষ্ঠু গণতন্ত্রের ফসল। অথচ তারা বলছে দেশে নাকি গণতান্ত্রিক চর্চা নেই। মিথ্যাচার ছাড়া আর কোনো অস্ত্র নেই বিএনপির কাছে।’

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না, তা আমরা জানি না। তা নিশ্চিত করবেন আদালত।’

শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা এখনো চাইছেন সহায়ক সরকারের অধীনে নির্বাচন করবেন। কিন্তু তা হবে না। শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে করবেন, না চাইলে করবেন না, তা আপনাদের ব্যাপার। তবে এ বিষয় নিয়ে বা যেকোনো ইস্যু নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার ও প্রশাসন কোনোভাবেই তা বরদাস্ত করবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শামসুল হক টুকু, অরূপ সরকার রানা, জাকারিয়া হানিফসহ অন্য নেতারা।



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/সাওন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়