ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দায় নিলেন জিদান

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দায় নিলেন জিদান

রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়নস বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপেরও চ্যাম্পিয়ন তারা।

কিন্তু চলতি মৌসুমটা ভালো যাচ্ছে না লস ব্লাঙ্কোসদের। লা লিগার শিরোপা জয়ের দৌড়ে বেশ পিছিয়ে পড়েছে মাদ্রিদের জায়ান্ট ক্লাবটি। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১৭ (রিয়াল এক ম্যাচ কম খেলেছে)। এই ব্যবধান ঘুচিয়ে শিরোপা জেতাটা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। তার উপর রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্স সুখকর নয়।

এমন সময় রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান সবকিছুর জন্য দায় স্বীকার করেছেন। জানিয়েছেন এসব কিছুর জন্য খেলোয়াড়রা নয়, দায়ী তিনি, ‘সময়টা ভালো যাচ্ছে না। আমি চেষ্টা করছি। খেলোয়াড়রা চেষ্টা করছে। পরিস্থিতি ভালো না হওয়াটা কী খেলোয়াড়দের দোষ? না, এসব কিছুর জন্য আমি দায়ী। আসলে আমাদের জেতা দরকার। সেটা দলের সবাই জানে। এর বাইরে আমরা আর কিছু জানি না। আমরা মাঠে হয়তো খুব ভালো খেলছি। কিন্তু দিনশেষে প্রত্যেকটা ম্যাচের বিচার করা হয় ‘রেজাল্ট’ দিয়ে। হয় আপনাকে জিততে হবে, না হয় সমালোচনা সহ্য করতে হবে।’

লিগে ভালো না করলেও উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে শক্তিশালী পিএসজির মুখোমুখি হবে মাদ্রিদিস্তারা। এই ম্যাচের ফলের উপর নির্ভর করছে রিয়াল মাদ্রিদে জিদানের ভাগ্য। পিএসজির প্রশংসা করে জিদান বলেন, ‘পিএসজি বেশ উজ্জীবিত। প্রতি বছরই তারা উন্নতি করছে। তবে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স আমাকে বিস্মিত করেনি। তাদের মৌসুমটা দারুণ কাটছে।’



রাইজিংবিডি/ঢাকা/১২ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়