ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিরাট কীর্তির সামনে দাঁড়িয়ে ধোনি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৩, ১৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরাট কীর্তির সামনে দাঁড়িয়ে ধোনি

ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে মাঠে নামার আগে বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। পোর্ট এলিজাবেথে আজ ৪৬ রান করলেই ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখবেন ভারতের প্রাক্তন এ অধিনায়ক।

প্রোটিয়াদের বিপক্ষে আজ পঞ্চম ওয়ানডেতে মাঠে নামার আগে ৩১৬ ম্যাচে ধোনির রান ৯ হাজার ৯৫৪ রান। আজ ৪৬ রানের দেখা পেলেই চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখবেন তিনি। তবে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ধোনিই হবেন এই মাইলফলকে পা রাখা প্রথম ভারতীয় ক্রিকেটার।

উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক পেরিয়ে যাওয়া প্রথম ও একমাত্র ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। ৩৬০ ম্যাচ খেলে ওয়ানডেতে ১৩ হাজারের অধিক রান জমা রয়েছে সাঙ্গাকারার নামের পাশে। তার পরের অবস্থানটি ধোনির দখলে। আজ কাঙ্খিত ৪৬ রানের ইনিংস খেলতে পারলে সাঙ্গাকারার পর দ্বিতীয় এশিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছবেন ধোনি। ৯ হাজার ৪১০ রান নিয়ে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তৃতীয় স্থানটি দখল রেখেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।



রাইজিংবিডি/ঢাকা/১৩ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়