ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

দ্বিপক্ষীয় সিরিজে কোহলির নতুন রেকর্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দ্বিপক্ষীয় সিরিজে কোহলির নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক: বিরাট কোহলির হাত ধরে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। দলটির এমন দাপুটে সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা কোহলির।

সবশেষ সেঞ্চুরিয়নে জয়ের মধ্য দিয়ে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। ওই ম্যাচে নিজের ৩৫তম ওয়ানডে সেঞ্চুরির মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন কোহলি। দ্বিপক্ষীয় কোনো সিরিজে ৫০০ এর অধিক রান করা একমাত্র ব্যাটসম্যান এখন শুধুই কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মোট ছয় ম্যাচে কোহলির মোট রান ৫৫৮।   এ রানের মধ্য দিয়ে স্বদেশী ব্যাটসম্যান রোহিত শর্মাকে পিছনে ফেলেছেন তিনি। এর আগে ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে রোহিতের সর্বোচ্চ রান ছিল ৪৯১ রান। এবার প্রথমবারের মতো এক সিরিজে পাঁচশ রানের মাইলফলক ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছে গেলেন কোহলি। এই তালিকায় তৃতীয় স্থানটি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জর্জ বেইলির। ভারতের বিপক্ষে ২০১৩-১৪ মৌসুমে সিরিজে ৪৭৮ রান করেছিলেন তিনি।

এছাড়া গতকালের ম্যাচে ওয়ানডেতে মোট ১০০টি ক্যাচ নেওয়ার মাইলফলক স্পর্শ করেন কোহলি। গতকালের ম্যাচে দলকে জেতানোর পথে ১২৯ রানে অপরাজিত ছিলেন কোহলি। এই সিরিজে এটা তার তৃতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির ইনিংসগুলো হচ্ছে শুরু থেকে যথাক্রমে ১১২, ৪৬*, ১৬০*, ৭৫, ৩৬ ও ১২৯*।

সেঞ্চুরিয়নে সেঞ্চুরির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সব ধরনের ম্যাচে সবচেয়ে দ্রুত ১৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। এছাড়া ওয়ানডেতে সাড়ে নয় হাজার রানের মাইলফলকে পৌঁছতে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন কোহিল। ওই মাইলফলকে পৌঁছতে ডি ভিলিয়ার্স খেলেছেন ২১৫ ইনিংস। আর কোহলি বরাবর ২০০ ইনিংসে সাড়ে নয় হাজার রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়