ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চ্যাম্পিয়নস লিগের চেয়ে লা লিগা গুরুত্বপূর্ণ বার্সার

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চ্যাম্পিয়নস লিগের চেয়ে লা লিগা গুরুত্বপূর্ণ বার্সার

ক্রীড়া ডেস্ক:  স্প্যানিশ লা লিগায় উড়তে থাকা বার্সেলোনাকে শেষ  ম্যাচে রুখে দিয়েছে গেটাফে। গোলশূন্য ড্রয়ে বার্সার পয়েন্টে ভাগ বসিয়েছে দলটি। তাই লা লিগায় আজ এইবারের বিপক্ষে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করেছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভর্দে।

লা লিগায় আজ এইবারের মাঠে খেলতে যাবে বার্সা। এরপর মর্যাদার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে চেলসির মাঠে খেলতে যাবে কাতালান ক্লাবটি। তবে চ্যাম্পিয়নসে লিগে চেলসির চেয়ে লা লিগার ম্যাচে জয় পাওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বার্সা কোচ।

চলতি মৌসুমে এবার লা লিগায় অপরাজিত থেকেই এইবারের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। লিগে মৌসুমের শুরু থেকে উড়তে থাকলেও সবশেষ গেটাফে ও এস্পানিওলের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছে ব্লুগ্রেনারা।

এইবারের বিপক্ষে ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করে বার্সা কোচ ভালভর্দে বলেন, ‘ফিজিক্যালের চেয়ে খেলাটা অনেকটাই মানসিক। গুরুত্বের দিক থেকে এইবারের বিপক্ষে ম্যাচটি আমাদের কাছে অগ্রাধিকার প্রাপ্ত। এখন আমরা চেলসির বিপক্ষে ম্যাচ নিয়ে ভাবছি না। আমাদের আবারও ছন্দে ফিরতে হবে এবং গেটাফের বিপক্ষে ম্যাচের পর এই ম্যাচটি আমাদের জন্য বেশ গুরুত্বের।’

এইবারের বিপক্ষে বার্সেলোনার আগের ফলাফল বেশ আশা জাগাতে পারে বার্সা সমর্থকদের। আগের ৭ বারের মুখোমুখিতে দলটির বিপক্ষে ২৬ গোল করেছে মেসি-সুয়ারেজ-কুতিনহোরা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়