ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফিরতি লেগে একই রেফারিকে চায় পিএসজি

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিরতি লেগে একই রেফারিকে চায় পিএসজি

ক্রীড়া ডেস্ক: সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ ব্যবধানে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ওই ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ পিএসজি কোচ উনাই এমেরি। পিএসজির মাঠে ফিরতি লেগে একই রেফারিকে চেয়েছেন তিনি। ফিরতি লেগেও স্বাগতিক দলের জন্য ওই রেফারি একই আচরণ করবেন বলে প্রত্যাশা পিএসজি কোচের।

বিশেষ করে সান্তিয়াগো বার্নাব্যুত রোনালদোর দ্বিতীয় গোল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এমেরি। ওই গোলের আগে প্রেসনেল কিমপেম্বের ফাউল মিসের জন্য রেফারি গিয়ানলুকা রচ্চির প্রতি ক্ষোভ রয়েছে পিএসজি কোচের।

আজ শনিবার লিগ ওয়ানে স্ট্রাসবুর্গের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এর আগে সংবাদ সম্মেলনে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নিয়ে এমেরি বলেন, ‘যদি আমরা বার্নাব্যুর মতো একই নিয়ম প্রয়োগ করি তবে ফিরতি লেগের জন্য আমি একই রেফারিকে চাইবো। একই কারণে আমরা ওই রেফারির সিদ্ধান্তগুলো পক্ষে পেলে আনন্দিত হবো।’

চ্যাম্পিয়নস লিগে ফিরতি ম্যাচে আগামী ৬ মার্চ নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদকে স্বাগত জানাবে নেইমার-কাভানি-এমবাপ্পেরা।



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়