ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

৫-১ ব্যবধানে হেরেও খুশি অধিনায়ক মার্করাম!

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৫-১ ব্যবধানে হেরেও খুশি অধিনায়ক মার্করাম!

এইডেন মার্করাম

ক্রীড়া ডেস্ক : ভারতের কাছে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজ ৫-১ ব্যবধানে হেরেও খুশি দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।

মাত্র ২ ওয়ানডে ম্যাচ খেলেই তৃতীয় ওয়ানডেতে অধিনায়কত্ব পেয়েছিলেন এইডেন মার্করাম। নিয়মিত অধিনায়ক ফাপ ডু প্লেসিস ইনজুরিতে পড়ায় দূরদর্শী চিন্তাভাবনা থেকে তরুণ মার্করামের কাঁধেই দেওয়া হয় অধিনায়কত্ব। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা অবশ্য একটি ম্যাচ জিতেছে। তবে সিরিজ হেরেছে ৫-১ ব্যবধানে। সিরিজ হারলেও তিনি খুশি। কারণ এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চান। খেলোয়াড় ও নেতা হিসেবে নিজেকে আরো উন্নত করতে চান।

সিরিজ শেষে মার্করাম বলেন, ‘কঠিন কিন্তু সত্য কথা বলতে কী, এমন কিছু হওয়ায় আমি খুশি। সেটা শুধু আমার জন্য নয়, দল হিসেবে আমাদের জন্য। এমনটা হওয়ায় আমরা কিছু শেখার সুযোগ পেয়েছি। বর্তমানের এই তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতে দারুণ দারুণ মধুর জয় পেতে সহায়তা করবে। খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে নিজেকে আরো উন্নত করার সুযোগ পাব আমি।’

তিনি আরো বলেন, ‘আমরা এখনো শিখছি। আস্তে আস্তে অভিজ্ঞ হচ্ছি। এমন এক সময় আসবে যখন আমরা আমাদের খেলাটা সম্পর্কে সজাগ থাকব, যেকোনো মঞ্চে ভালো পারফর্ম করতে পারব। আজ থেকে ১৮ মাস পরই আপনি ফল পাবেন। এই খেলোয়াড়রাই দেখবেন তখন জয় পেতে অনেক বেশি ক্ষুধার্ত থাকবে।’

‘একজন খেলোয়াড় হিসেবে আপনাকে আপনার পারফরম্যান্সের দিকে নজর রাখতে হবে। অধিনায়ক হিসেবে আপনি কেবল নিয়ন্ত্রণ করতে পারেন। তবে দিনশেষে কিন্তু আমি কেবলই একজন ব্যাটসম্যান। আমাকে রান করতে হয়। আমি যখন মিডলে ব্যাট করি তখন আমাকে কমফোর্ট জোন খুঁজতে হয়। তখন কিন্তু আমার মনে থাকে না যে আমি একজন অধিনায়ক।’ যোগ করেন তিনি।

তবে পুরো সিরিজে মার্করাম তার সেরা খেলাটা খেলতে পারেননি। ৫ ম্যাচে রান করেছেন মাত্র ১১৮টি। যেখানে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ৩২। বিষয়টি নিজেও স্বীকার করেছেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি আমার স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। হয়তো সেটা নানাবিধ চাপের কারণে। হয়তো সঠিক জোনের অভাবে কিংবা মোমেন্টের কারণে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়