ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আরো ৮-৯ বছর খেলতে চান কোহলি

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১৭ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আরো ৮-৯ বছর খেলতে চান কোহলি

ক্রীড়া ডেস্ক : ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচ ওয়ানডে সিরিজে রান করেছেন ৫৫৮টি। সেঞ্চুরি ৩টি (১১২, ১৬০* ও ১২৯*), হাফ সেঞ্চুরি একটি (৭৫)। বাকি দুটি ইনিংসের একটি ৪৬* রানের ও অন্যটি ৩২ রানের।

তার ফর্ম দেখে যে কারো ঈর্ষা হতে পারে। ইনজুরির সমস্যা নেই বললেই চলে। এভাবে যদি তিনি খেলে যান, তাহলে হয়তো ক্রিকেটের সব ধরণের ব্যাটিং রেকর্ড ভেঙে দিতে তার খুব বেশি সময় লাগবে না।

কোথায় গিয়ে থামবেন কোহলি? সেটা সময়ই বলে দিবে। তবে কোহলি জানিয়েছেন সুস্থ্য থাকলে আরো ৮-৯ বছর ক্রিকেট খেলা চালিয়ে যেতে চান, ‘আমার ক্যারিয়ারের সামনে আরো ৮-৯ বছর পরে আছে। আমি প্রতি দিনই নিজেকে উন্নত করতে চাই। প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করতে চাই। আসলে আমি খুবই আর্শীবাদপুষ্ট যে সুস্থ্য আছি। নিজ দেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছি।’

ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও ভালো করতে চান ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক কোহলি, ‘ওয়ানডে সিরিজে সবাই বেশ ভালো খেলেছে। বিশেষ করে দুইজন তরুণ স্পিনার। শিখর ধাওয়ান ও রোহিত ভালো খেলেছে। আমরা এখন টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ভাবছি। কারণ, আমাদের সফর এখনো শেষ হয়নি।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়