ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নেইমার-কাভানির গোলে পিএসজির বড় জয়

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নেইমার-কাভানির গোলে পিএসজির বড় জয়

ক্রীড়া ডেস্ক: আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে ছন্দ হারিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে এক ম্যাচ পরই ছন্দে ফিরেছে ফরাসি জায়ান্ট ক্লাবটি। লিগ ওয়ানের ম্যাচে গতকাল নেইমার ও কাভানির গোলে স্ট্রাসবুরের বিপক্ষে ৫-২ ব্যবধানে জয় পেয়েছে তারা।

ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পিএসজির বড় জয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি। তার সঙ্গে গোলের দেখা পান দলটির তারকা ফুটবলার নেইমার। এছাড়া সম্প্রতি দারুণ ফর্মে থাকা আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া ও ড্রাক্সলার একটি করে গোল করেন।

শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও চেনা মাঠে শুরুতে পিছিয়ে ছিল পিএসজি। ম্যাচের ছয় মিনিটে স্ট্রাসবুরকে এগিয়ে দেন কোত দি ভোয়ার মিডফিল্ডার আহোলু। তবে গোল শোধ করতে চার মিনিট সময় নেয় পিএসজি। নেইমারের সহয়তায় পিএসজিকে সমতায় ফেরান ইউলিয়ান ড্রাক্সলার।

ম্যাচের ২১তম মিনিটে পিএসজির হয়ে গোলের দেখা পান নেইমার। আর্জেন্টিনার মিডফিল্ডার জিওভানি লো সেলসোর ক্রস ধরে একজনকে ফাঁকি দিয়ে নিচু শট স্ট্রাসবুরের জালে বল পাঠান নেইমার। লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি ১৯তম গোল। এর ঠিক এক মিনিট পরই গোলের দেখা পান ডি মারিয়া। ফরাসি ডিফেন্ডার পাবলো মার্তিনেজের পা থেকে বল কেড়ে নিয়ে বাঁ পায়ের নিচু শটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান ডি মারিয়া।

ম্যাচের ৬৭ মিনিটে স্টেফান বাহোকেনের গোলে স্ট্রাসবুরের ব্যবধান কমে। তবে ম্যাচের ৭৩ মিনিটে কাভানি গোল করলে ম্যাচের ব্যবধান ৪-২ হয়ে যায়। শেষ সময়ে পিএসজির হয়ে শেষ গোলটিও করেন কাভানি। ম্যাচের ৭৯ মিনিটে নেইমারের বাড়ানো বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে প্রতিপক্ষের জালে পাঠান তিনি। এ গোলের মধ্য দিয়ে জ্লাতান ইব্রাহিমোভিচকে ছাড়িয়ে পিএসজির মাঠে সর্বোচ্চ ৮৬ গোলের রেকর্ড এখন শুধুই কাভানির।



রাইজিংবিডি/ঢাকা/১৮ ফেবুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়