ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইংল্যান্ড দলে ডাক পেলেন ওভারটন

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ড দলে ডাক পেলেন ওভারটন

ক্রীড়া ডেস্ক: হ্যামিল্টনে পাঁচ ম্যাচ ওয়ানডের প্রথমটিতে আগামী রোববার ইংল্যান্ড দলকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড। ওই ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ড দলে লিয়াম প্লাঙ্কেটের পরিবর্তে ডাক পেয়েছেন ক্রেইগ ওভারটন।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ পেসার প্লাঙ্কেট। তার ইনজুরির সুযোগে দলে ডাক পেয়েছে তরুণ পেসার ওভারটন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও প্রত্যাবর্তণ হচ্ছে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসের। নাইট ক্লাবের বাইরে মারামারিতে জড়িয়ে ইংল্যান্ড দল থেকে বহিস্কৃত হয়েছিলেন তিনি। এবার তার সঙ্গে মাঠে নামার সুযোগ হয়ে যেতে পারে ওভারটনের।

গত ডিসেম্বের অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলে অভিষেক হয় ওভারটনের। ওই সিরিজে ইংল্যান্ডের হয়ে দুই টেস্ট খেলার পর ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়েছিলেন তিনি। এবার ইংল্যান্ডের হয়ে ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ২৩ বছর বয়সি এ তারকা।


রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়