ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

চাহালের বিব্রতকর রেকর্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩১, ২২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চাহালের বিব্রতকর রেকর্ড

বিব্রতকর রেকর্ড গড়লেন যুজবেন্দ্র চাহাল

ক্রীড়া ডেস্ক : ওয়ানডে সিরিজে তার বলে নাকাল হয়েছিল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি সিরিজে সেই যুজবেন্দ্র চাহালের ওপর দিয়েই ঝড় বইয়ে দিচ্ছেন প্রোটিয়া ব্যাটসম্যানরা।

জোহানেসবার্গে প্রথম টি-টোয়েন্টিতে চাহাল ৪ ওভারে ৩৯ রান দিয়ে পেয়েছিলেন একটি উইকেট। বুধবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচে ৪ ওভারে দিয়েছেন ৬৪ রান! পাননি কোনো উইকেটও।

টি-টোয়েন্টিতে ভারতীয় কোনো বোলারের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড এটি। আগের রেকর্ড ছিল জোগিন্দার শর্মার। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পেসার ইংল্যান্ডের বিপক্ষে দিয়েছিলেন ৫৭ রান। বিব্রতকর সেই রেকর্ড থেকে জোগিন্দারকে ‘মুক্তি’ দিলেন চাহাল।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসেই চাহালের চেয়ে বেশি রান দিয়েছেন শুধু দুজন। গত বছর আফগানিস্তানের বিপক্ষে আয়ারল্যান্ডের ব্যারি ম্যাকার্থি ৬৯ ও ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাইল অ্যাবট দিয়েছিলেন ৬৮ রান।

গত সপ্তাহে দুজন বোলার চাহালের মতো ৬৪ রান দিয়েছেন- অকল্যান্ডে একই ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু টাই ও নিউজিল্যান্ডের বেন হুইলার। ৬৪ রান দেওয়ার ‘কীর্তি’ আছে আরো দুজনের- ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া।

কাল চাহালকে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ছক্কা মেরেছে সাতটি। ভারতের প্রথম বোলার হিসেবে কোনো টি-টোয়েন্টি ম্যাচে সাত ছক্কা খেলেন চাহাল। সব মিলিয়ে এমন অভিজ্ঞতা হয়েছে আরো চার বোলারের- স্টুয়ার্ট ব্রড, হাভিয়ের ডোহার্টি, ব্যারি ম্যাকার্থি ও অ্যান্ড্রু টাই। ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার আগের রেকর্ড ছিল রবীন্দ্র জাদেজার। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছয়টি ছক্কা হাঁকিয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

চাহালের সাত ছক্কার পাঁচটিই মেরেছেন হেনরিখ ক্লাসেন। এই লেগ স্পিনারের ১২ বলে ক্লাসেন নিয়েছেন ৪১ রান। যেটি টি-টোয়েন্টি ম্যাচে কোনো ভারতীয় বোলারের বিপক্ষে যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ রান। ২০১৭ সালে কুলদীপ যাদবের ১৪ বলে শ্রীলঙ্কার কুশল পেরেরার ৩৮ রান ছিল আগের সর্বোচ্চ।

টি-টোয়েন্টি ম্যাচে কোনো বোলারের বিপক্ষে ক্লাসেনের চেয়ে বেশি ছক্কা মেরেছেন মাত্র একজন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডকে মেরেছিলেন ছয় ছক্কা, সবগুলোই এক ওভারে। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস তার দুটি সেঞ্চুরির ইনিংসে স্টুয়ার্ট বিনি ও জাদেজাকে হাঁকিয়েছিলেন পাঁচ ছক্কা।

ক্লাসেনের ৩০ বলে ৬৯ ও জেপি ডুমিনির ৪০ বলে অপরাজিত ৬৪ রানের দুটি ঝোড়ো ইনিংসে । ভারতের করা ১৮৮ রান ৮ বল বাকি থাকতেই পেরিয়ে যায় প্রোটিয়ারা। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।  

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়