ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিসিএস ইকোনমিক ক্যাডার একীভূত করার আশ্বাস

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ৫ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিএস ইকোনমিক ক্যাডার একীভূত করার আশ্বাস

বিশেষ প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের  কর্মকর্তাদের সঙ্গে ইকোনমিক ক্যাডার একীভূত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিষয়টির সুরাহা হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিএস ইকোনমিক সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী এ আশ্বাস দেন। বৈঠকে আ্যাসোসিয়েশনের সভাপতি কাজী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সংগঠনটির নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে অর্থমন্ত্রী একীভূত করার বিষয়টি কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘নয় মাস ধরে এ সংক্রান্ত ফাইলটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। তবে এখন পর্যন্ত এর কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।’

এর জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমি দেখব।’

তবে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইকোনমিক ক্যাডারের যারা ডিপুটি সেক্রেটারি (ডিএস) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন তাদের জন্য গাড়ি সুবিধা দাবি করা হয়। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটা অসম্ভব। গাড়ি সুবিধা পেতে হলে তাকে ডিপুটি সেক্রেটারিই হতে হবে। এ পদমর্যাদার অন্য কর্মকর্তাদের গাড়ি সুবিধা দেওয়া সম্ভব নয়।’

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে দুই ক্যাডার একীভূত হলে এমনিতেই তারা গাড়ির সুবিধা পাবেন।



রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৮/হাসনাত/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়