ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৩ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচে ভারতের কাছে হারার পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ২১৫ রান তাড়া করে ঐতিহাসিক জয় পেয়েছে। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ বুধবার নিদাহাস ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।

ভারত তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হার মানে। পরের ম্যাচে বাংলাদেশকে হারায়। আর সোমবার রাতে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে। শেষ ম্যাচে জয় পাওয়ায় ভারতও বেশ আত্মবিশ্বাসী। বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় তারা।

এদিকে শেষ ম্যাচে বাংলাদেশ জয় পেলেও উইনিং কম্বিনেশন ভাঙতে পারে। সাব্বির রহমান ও তাসকিন আহমেদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে। তাই ভারতের বিপক্ষে ম্যাচের সেরা একাদশে তারা দুজন নাও থাকতে পারেন। সেক্ষেত্রে আরিফুল হক ও আবু জায়েদ রাহী একাদশে আসতে পারেন।

তার আগে চলুন দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. লিটন কুমার দাস
৩. সৌম্য সরকার
৪. মুশফিকুর রহিম
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. আরিফুল হক
৭. মেহেদী হাসান
৮. মুস্তাফিজুর রহমান
৯. তাসকিন আহমেদ/আবু জায়েদ
১০. রুবেল হোসেন
১১. নাজমুল ইসলাম অপু।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়