ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুত টেলর

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৬, ২১ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুত টেলর

ক্রীড়া ডেস্ক: অকল্যান্ডে ঘরের মাঠে প্রথম টেস্টে ইংল্যান্ডকে স্বাগত জানাবে নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে নিজেদের অভিজ্ঞ তারকা রস টেলরকে প্রস্তুত পাচ্ছে কিউইরা। সিনিয়র এ ব্যাটসম্যানের ফিট থাকার কথা নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

সম্প্রতি কুঁচকির চোট ও পেটের সমস্যায় ভুগছিলেন টেলর। তবে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন জানিয়েছেন সমস্যা কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে করেছেন তিনি।

অভিজ্ঞ ব্যাটসম্যান টেলরের ফিটনেস নিয়ে উইলিয়ামসন জানান, ‘তার সুস্থতা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ। পিচে সব সময়েই দারুণ খেলেন রস। সে বেশ আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার। পিছনের বছরগুলোতে তাকালেই আপনি তাকে বিচার করতে পারবেন। তার দলে থাকা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।’

ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির। এটি হবে নবম বারের মতো দিবা-রাত্রির টেস্টের ঘটনা।

এর আগে নিজেদের প্রথম দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল নিউজিল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের দুটি দিবা-রাত্রির টেস্টের একটিতে জয় ও অপরটিতে হেরেছে। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গোলাপী বলে খেলে জয় পেয়েছিল তারা। এরপর শেষ ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল ইংল্যান্ড।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ মার্চ ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়