ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লজ্জা এড়িয়ে ৫৮ রানে অলআউট ইংল্যান্ড

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৩, ২২ মার্চ ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লজ্জা এড়িয়ে ৫৮ রানে অলআউট ইংল্যান্ড

ইংল্যান্ডের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট

ক্রীড়া ডেস্ক : টিম সাউদির ইয়র্কারটা যখন মঈন আলীর অফ স্টাম্প ভেঙে দিল, ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ২৩! টেস্টে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ডের শঙ্কাটা বেশ ভালোভাবেই পেয়ে বসেছিল ইংলিশদের।

১৯৫৫ সালে অকল্যান্ডের ইডেন পার্কে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ২৬ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড। টেস্টের সর্বনিম্ন রান সেটিই। প্রায় ৬৩ বছর পর সেই একই মাঠে লজ্জাটা আজ ইংল্যান্ডকে ফিরিয়ে দিতে যাচ্ছিল কিউইরা। কিন্তু শেষ পর্যন্ত সেটি হলো না।

বিশ্ব রেকর্ড না হলেও ২৭ রানে ৯ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জাটা ইংল্যান্ডকে চোখ রাঙাচ্ছিল ঠিকই। ১৮৮৭ সালে সিডনিতে ইংল্যান্ড নিজেদের সর্বনিম্ন ৪৫ রান করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নয় নম্বরে নামা ক্রেইগ ওভারটনের ২৫ বলে ৩৩* রানে সেই লজ্জাও এড়িয়েছে জো রুটের দল। অকল্যান্ডে দিবারাত্রির টেস্টে নিজেদের ষষ্ঠ সর্বনিম্ন ৫৮ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। শেষ উইকেট জুটি ৩১ রানের। বাকি ৯ উইকেট জুটিতে এসেছে মাত্র ২৭! 

ইংল্যান্ডের ইনিংসে ওভারটন ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন মাত্র একজন- মার্ক স্টোনম্যান (১১)। আর সবার রানগুলো টেলিফোন ডিজিট। ডাক মেরেছেন পাঁচজন!

নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট সুইং বোলিংয়ের অনুপম এক প্রদর্শনীতে ৩২ রানে ৬ উইকেট নিয়ে ধ্বংস করে দিয়েছেন ইংল্যান্ডকে। তাকে দারুণ সঙ্গ দিয়ে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন আরেক পেসার সাউদি। নিউজিল্যান্ডের তৃতীয় বোলারের প্রয়োজনই হয়নি। টেস্ট ইতিহাসে এই নিয়ে মাত্র ১৫ বারের মতো দুজন বোলার গুটিয়ে দিলেন গোটা প্রতিপক্ষকে।

ইডেন পার্কে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। অ্যালিস্টার কুককে দিয়ে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন বোল্ট। বাঁহাতি পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে আউটসাইড এজ হন কুক, ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। 

ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান রুট টিকতে পেরেছেন মাত্র ৬ বল। অফ স্টাম্পে পড়া বল ভেতরে ঢুকে রুটের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে ভেঙে দেয় স্টাম্প। স্কোর ৬ রানে রেখে ইংল্যান্ড হারায় ২ উইকেট।

বোল্টের প্রায় একইরকম বলে ফিরেছেন ডেভিড মালানও। তিনি শুধু এজ হয়েছেন, প্রথম স্লিপের সামনে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নিয়েছেন উইকেটকিপার বিজে ওয়াটলিং। দুর্দান্ত এক ডেলিভারিতে স্টোনম্যানকে ফিরিয়ে প্রথম উইকেট নিয়েছেন সাউদি।

ছয় মাস পর টেস্টে ফেরা বেন স্টোকস ক্রিজে এসে শুধু বোল্টের সুংই বোলিংয়ের প্রদর্শনী দেখছিলেন। সেই বোল্টে ফিরেছেন তিনিও। অফ স্টাম্পের বল ছেড়ে দিতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান, উড়ে যায় অফ স্টাম্প। ৮ বলে শূন্য করে ফেরেন স্টোকস। পরের ওভারে জনি বেয়ারস্টো সাউদিকে ফিরতি ক্যাচ দিলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৮!

দারুণ ইন-সুইঙ্গারে ক্রিস ওকসকে বোল্ড করে বোল্ট পূর্ণ করেন পাঁচ উইকেট, মাত্র নিজের সপ্তম ওভারে! পরের ওভারে সাউদির ইয়র্কারে মঈন বোল্ড হলে ইংল্যান্ডের স্কোর ৮ উইকেটে ২৩! সাউদির বলে স্টুয়ার্ট ব্রড যখন গালিতে কেন উইলিয়ামসনকে ক্যাচ দিলেন, ইংল্যান্ড ততক্ষণে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ডের লজ্জাটা এড়িয়ে গেছে।

এরপর জেমস অ্যান্ডারসনের সঙ্গে শেষ উইকেটে ৩১ রানের জুটিতে ইংল্যান্ডের আরেকটু মান বাঁচান ওভারটন। অ্যান্ডারসনকে (১) ফিরিয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন বোল্ট। ২৫ বলে ৫ চার ও এক ছক্কায় ৩৩ রানে অপরাজিত ছিলেন ওভারটন। ইংল্যান্ডের ২০.৪ ওভারের ইনিংস টিকেছে এক ঘণ্টা ৩৪ মিনিট!

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ মার্চ ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়