ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন উন

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ১০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নিয়ে মুখ খুললেন উন

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র বরাত দিয়ে সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে বৈঠকে সম্মতি জানিয়েছিলেন। তবে এ ব্যাপারে উত্তর কোরিয়া কোনো ধরণের মন্তব্য করেনি।

দলের নেতাদের সঙ্গে বৈঠকে কিম জং উন ওয়াশিংটনের সঙ্গে পিয়ংইয়ংয়ের বৈঠককে ‘সম্ভাবনাময়’ বলে মন্তব্য করেছেন। তবে প্রস্তাবিত বৈঠকের সময়সহ অন্যান্য বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

কেসিএনএ জানিয়েছে, বৈঠকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্কের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কিম জং উন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আগামী ২৭ এপ্রিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে উনের। আন্তঃকোরীয় শীর্ষ নেতাদের এ বৈঠক রীতিমতো বিরল ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসার পূর্ব প্রস্তুতি হিসেবে এ বৈঠককে দেখা হচ্ছে।

কেসিএনএ অবশ্য এক মন্তব্য প্রতিবেদনে লিখেছে, মার্কিন নিষেধাজ্ঞার কাছে নতি স্বীকার করে নয়, বরং আত্মবিশ্বাস থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজী হয়েছে উত্তর কোরিয়া।

এদিকে সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মে মাসে অথবা জুনের প্রথম সপ্তাহে কিমের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করছেন।



রাইজিংবিডি/ঢাকা/১০ এপ্রিল ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়