ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

৩৪ বছর পর আর্সেনালের এমন ‘লজ্জা’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ১৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩৪ বছর পর আর্সেনালের এমন ‘লজ্জা’

রিচির এই গোলই নিউক্যাসলকে দারুণ এক জয় এনে দিয়েছে

ক্রীড়া ডেস্ক : নিউক্যাসল ইউনাইটেডের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি আর্সেনাল। প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরে গেছে আর্সেন ওয়েঙ্গারের দল।

এই হারে বিব্রতকর এক অভিজ্ঞতা হলো আর্সেনালের। ১৯৮৪ সালের পর এই প্রথম ইংল্যান্ডের শীর্ষ লিগে টানা পাঁচ ‘অ্যাওয়ে’ ম্যাচ হারল ‘গানার’রা। আর নিউক্যাসল ২০০৫ সালের পর প্রথমবার লিগে ঘরের মাঠে আর্সেনালকে হারাল।

প্রতিপক্ষের মাঠে রোববার ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে গিয়েছিল আর্সেনাল। পিয়েরে-এমরিক অবামেয়াংয়ের ক্রস থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন অ্যালেক্সান্ডার লাকাজেত্তি।

২৯ মিনিটে সেই গোল শোধ করেন নিউক্যাসলের আয়োজে পেরেজ। আর দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৮ মিনিটে ম্যাট রিচির গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল। ৪১ পয়েন্ট নিয়ে দশে নিউক্যাসল।



রাইজিংবিডি/ঢাকা/১৫ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়