ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উনের সঙ্গে গোপনে দেখা করেছেন সিআইএ প্রধান

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৮, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উনের সঙ্গে গোপনে দেখা করেছেন সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে গোপন সাক্ষাতের জন্য দেশটিতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান মাইক পম্পেও। মার্কিন সংবাদমাধ্যমগুলো মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জংয়ের সরাসরি আলোচনার ব্যবস্থা করতে ‘ইস্টার সানডে’ সপ্তাহে এ সফর করেন সিআইএ পরিচালক পম্পেও। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এর আগে ট্রাম্প নিজেই স্বীকার করেছিলেন, উত্তর কোরিয়া সংকট নিরসনে উচ্চ পর্যায়ে আলোচনা সরাসরি করেছে যুক্তরাষ্ট্র। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবকে ফ্লোরিডায় আতিথেয়তা দানকালে এ কথা বলেন ট্রাম্প।

উনের সঙ্গে বৈঠকের জন্য পাঁচটি স্থানকে বিবেচনা করা হচ্ছে জানিয়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমরা সরাসরি আলোচনা করেছি... উচ্চ পর্যায়ে।’

এদিকে, উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠকের এমন তৎপরতায় মার্কিন মৈত্রী ও কোরিয়ার প্রতিবেশী দেশ জাপানে সংশয়ের সৃষ্টি হয়েছে যে, তাদের দ্বিপাক্ষিক আলোচনায় যুক্তরাষ্ট্র জাপানকে উপেক্ষা করতে পারে।

তথ্য : বিবিসি ও রয়টার্স



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়