ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

১৬ বছর পর বার্সার এমন একাদশ!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ১৮ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৬ বছর পর বার্সার এমন একাদশ!

সেল্টার বিপক্ষে মেসি, সুয়ারেজদের ছাড়াই একাদশ সাজিয়েছিলেন বার্সা কোচ

ক্রীড়া ডেস্ক : ম্যাচ শুরুর আগে টিভি ধারাভাষ্যকার বলছিলেন, ‘বার্সেলোনার এত শক্তিশালী বেঞ্চ আগে দেখিনি!’ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জরদি আলবা, সার্জিও রবার্তো, স্যামুয়েল উমতিতি- কে ছিলেন না সেই বেঞ্চে!

আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে কোপা ডেল রের ফাইনাল। লা লিগায় কাল সেল্টা ভিগোর বিপক্ষে তাই দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে। মেসি, সুয়ারেজ, রবার্তোরা ছিলেন না একাদশে। আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস স্কোয়াডেই ছিলেন না।


সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনা একাদশ 


তাদের জায়গায় যারা একাদশে ছিলেন, তাদের কেউই আবার ‘লা মেসিয়া’র নয়। ‘লা মেসিয়া’র কোনো ফুটবলার ছাড়া বার্সা একাদশ ১৬ বছর পর এটিই প্রথম!

‘লা মেসিয়া’কে বলা হয় বার্সেলোনার ফুটবলার তৈরির কারখানা। এ সময়ের অন্যতম সেরা ফুটবলার মেসি, ইনিয়েস্তাসহ আরো অনেক ফুটবল-তারকা গড়ে উঠেছেন বার্সার এই একাডেমিতেই।

‘লা মেসিয়া’র কোনো ফুটবলার ছাড়া সবশেষ বার্সেলোনা একাদশ 


সবশেষ ‘লা মেসিয়া’র কোনো ফুটবলার ছাড়া বার্সা একাদশ দেখা গিয়েছিল ২০০২ সালের ৬ এপ্রিল, অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে খেলতে গিয়েছিল বার্সা। সেবার সান মামেসে বার্সা জিতেছিল ২-০ গোলে। সে মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও খেলতে নেমেছিল ‘লা মেসিয়া’র ফুটবলারবিহীন বার্সা একাদশ।



রাইজিংবিডি/ঢাকা/১৮ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়