ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এক দশক পর লা লিগা থেকে মালাগার অবনমন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০১, ২০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এক দশক পর লা লিগা থেকে মালাগার অবনমন

আগামী মৌসুমে লা লিগায় দেখা যাবে না মালাগাকে

ক্রীড়া ডেস্ক : লা লিগায় টানা ১০ মৌসুম কাটানোর পর দ্বিতীয় বিভাগে নেমে গেল মালাগা। বৃহস্পতিবার লেভান্তের কাছে ১-০ গোলে হেরে এক দশক পর স্পেনের শীর্ষ লিগ থেকে অবনমন হয়েছে দলটির।

লিগের এখনো বাকি পাঁচ ম্যাচ। তার আগেই অবনমন নিশ্চিত হয়ে গেল মালাগার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রথম দল হিসেবে অবনমন হলো তাদের।

দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এমানুয়েল বোয়েটাংয়ের গোলে জয় পায় লেভান্তে। অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরে আছে তারা। তলানিতে থাকা মালাগার থেকে ১৭ পয়েন্ট এগিয়ে আছে লেভান্তে (৩৪)।

এই মৌসুমে মালাগার পয়েন্ট মাত্র ১৭। এখন পর্যন্ত ৩৩ ম্যাচের ২৪টিতেই হেরেছে তারা।

মালাগা টানা চার ম্যাচে গোল না পাওয়ায় গত জানুয়ারিতে ক্লাবটি তাদের আগের কোচ মাইকেলকে বরখাস্ত করে। মাইকেলের জায়গা দায়িত্ব নেন হোসে গঞ্জালেজ। কিন্তু নতুন কোচ লিগ থেকে দলের অবনমন আটকাতে পারলেন না।




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়