ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইংল্যান্ড দলের নির্বাচক স্মিথ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২০ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইংল্যান্ড দলের নির্বাচক স্মিথ

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির প্রাক্তন টেস্ট ব্যাটসম্যান এডওয়ার্ড থমাস স্মিথ। তার প্রধান নির্বাচক হওয়ার কথা আজ (শুক্রবার) এক বিবৃতিতে জানিয়েছেন ইসিবি।

ইংল্যান্ড দলে এর আগে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছিলেন জেমস হুইটেকার। এবার তার স্থলাভিষিক্ত হয়েছেন স্মিথ। নতুন নির্বাচক নিয়ে ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘পুরুষদের সিনিয়র দলের জন্য টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে স্কাউটিং, মুল্যায়ন ও নির্বাচকের ভূমিকায় দেখা যেতে পারে স্মিথকে। আন্তজার্তিক অবস্থান বিবেচনায় সর্বোচ্চ দিকটি বাছাই করে নেওয়ার অধিকার রাখেন তিনি।’

এর আগে ক্রিকেট নিয়ে লেখালেখি এবং টেলিভিশনে এ বিষয়ে ব্রডকাস্টিংয়ের সঙ্গে জড়িত ছিলেন স্মিথ। নির্বাচক হিসেবে দায়িত্ব তার ক্যারিয়ারে নতুন মাত্র যোগ করবে বলে বিশ্বাস স্মিথের। এ প্রসঙ্গে তার ভাষ্য, ‘জাতীয় নির্বাচক হিসেবে এমন দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। আমি আগের কাজ নিয়েও আনন্দিত ছিলাম। তবে ইংলিশ ক্রিকেটের উন্নতি নিয়ে কাজ করার সুযোগ আমাকে ভিন্ন মাত্রা যোগান দেবে।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়