ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

১০ বছর পর অ্যানফিল্ডে এমন মহারণ

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ২৪ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১০ বছর পর অ্যানফিল্ডে এমন মহারণ

ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। ২০০৫ ও ২০০৭ এর পর ২০০৮ সালে সবশেষ তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছিল। ১০ বছর পর ম্যানচেস্টার সিটির মতো জায়ান্ট ক্লাবকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে জার্গেন ক্লপের শিষ্যরা।

অন্যদিকে ৩৪ বছর পর সেমিফাইনালে উঠেছে এএস রোমা। বার্সেলোনার মতো দলকে বিদায় করে দিয়ে শেষ চারে এসেছে তারা। বার্সার বিপক্ষে ৪-১ গোলে প্রথম লেগে হেরেছিল রোমা। আর ঘরের মাঠে ফিরতি লেগে ৩-০ গোলে মেসি-সুয়ারেজদের হারিয়ে দিয়ে ১৯৮৪ সালের পর সেমিফাইনালে নাম লেখায়।

ড্রতে লিভারপুল তাদের প্রতিপক্ষ হিসেবে পায় এএস রোমাকে। তাতে ১০ বছর পর অ্যানফিল্ডে বসতে যাচ্ছে এমন মহারণ। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে সনি টেন-১ ও সনি টেন-২।

মিশরের তারকা মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে রীতিমতো উড়ছে লিভারপুল। সবশেষ ৫ ম্যাচের একটিতেও হার মানেনি তারা। এমনকী লিভারপুলের বিপক্ষে সবশেষ পাঁচবারের মুখোমুখিতেও এগিয়ে রয়েছে তারা। ১৯৮৪ থেকে ২০০২ সাল পর্যন্ত পাঁচবারের মুখোমুখিতে তিনবারই জিতেছে লিভারপুল। হেরেছে একবার। ড্র করেছে একটিতে। রোমাও তাদের সব ধরনের প্রতিযোগিতায় সবশেষ পাঁচটি ম্যাচের তিনটিতে জিতেছে। হেরেছে একটিতে। ড্র একটিতে।
 


বার্সেলোনাকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা রোমার বিপক্ষে হয়তো জয় পাওয়া কঠিনই হবে লিভারপুলের জন্য। কিন্তু ঘরের মাঠে খেলা হওয়ায় এবং মোহাম্মদ সালাহ দারুণ ছন্দে থাকায় বাজিকরদের বাজির দর লিভারপুলের জয়ের দিকেই ঝুলে থাকবে।

তবে, ফিরতি লেগ রোমার মাঠে হওয়ায় ফাইনালে খেলার সুযোগ তাদেরও হাতছানি দিচ্ছে। প্রথম লেগে লিভারপুল কয় গোলের ব্যবধানে জিততে পারে সেটার উপর নির্ভর করবে অনেক কিছু। জার্গেন ক্লপের শিষ্যদের ভুলে গেলে চলবে না, বার্সার বিপক্ষে ৪-১ গোলে হেরেও সেমিফাইনালে এসেছে ইতালির রোমের ক্লাবটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়