ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্যারেডের প্রস্তুতি নিচ্ছে বার্সা

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্যারেডের প্রস্তুতি নিচ্ছে বার্সা

ক্রীড়া ডেস্ক : সেভিয়াকে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রের শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। লা লিগার শিরোপা জয় সময়ের ব্যাপার। আগামী সপ্তাহেই তাদের লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে। ডাবল জয় উদযাপন করতে সিদ্ধান্ত নিয়েছে বার্সা কর্তৃপক্ষ। ইতিমধ্যে তারা প্যারেডের প্রস্তুতি নিতেও শুরু করেছে। সব সমীকরণ মিলে গেলে আগামী সোমবার তারা প্যারেড করবে।

ডাবল শিরোপা জিতলেও আক্ষেপ থেকে যাচ্ছে বার্সার। মর্যাদাকর উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই যে তাদের বিদায় নিতে হয়েছে। তাও আবার এএস রোমার বিপক্ষে হেরে। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বার্সা ৪-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু ফিরতি লেগে রোমার মাঠে ৩-০ গোলে হেরে যায় তারা। অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে বার্সকে টপকে ৩৪ বছর পর সেমিফাইনালে উঠে যায় রোমা।

মঙ্গলবার রাতে সেমিফাইনাল প্রথম লেগে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ৫-২ গোলের ব্যবধানে হার মেনেছে রোমা। ফাইনালে যেতে হলে ফিরতি লেগে কমপক্ষে ৩-০ ব্যবধানে জিততে হবে ইতালির রোমের দলটিকে।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়