ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সরে দাঁড়ালেন গাম্ভীর, দিল্লির নতুন অধিনায়ক শ্রেয়াস

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৭, ২৫ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সরে দাঁড়ালেন গাম্ভীর, দিল্লির নতুন অধিনায়ক শ্রেয়াস

ক্রীড়া ডেস্ক : চলতি মৌসুমের নিলামের সময় কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসে যোদ দেন গৌতম গাম্ভীর। হয়ে যান নিজ শহর দিল্লির অধিনায়কও। কিন্তু নিজ শহরের হয়ে তার যাত্রাটা সুখকর হয়নি। ৬ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ৫টিতেই হেরেছেন। একটিতে জিতেছেন। পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান দিল্লির। এমন সময় অধিনায়কত্বই ছেড়ে দিয়েছেন গৌতম গাম্ভীর। তার পরিবর্তে দিল্লির অধিনায়কত্ব দেওয়া হয়েছে ২৩ বছর বয়সী ব্যাটসম্যান শ্রেয়াস আয়ারকে।

দলের এমন বাজে পারফরম্যান্সের দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন গাম্ভীর, ‘বর্তমানে আমরা পয়েন্ট টেবিলের যেখানে আছি সেটার পুরো দায় আমার। আমি মনে করি যথেষ্ট ভালো করতে পারছি না। দলনেতা হিসেবে আমার দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। দলের হাল ধরা উচিত ছিল। পারিনি। আমার মনে হয়েছে পরিবর্তনের এখনই উপযুক্ত সময়। এখান থেকেও ভালো করতে পারলে সুযোগ থাকবে। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কোনো প্রকার চাপ ছিল না। এটা একান্তই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল।’

শ্রেয়াস আয়ার অধিনায়ক হওয়ার ক্ষেত্রে কোচ রিকি পন্টিংয়ের পূর্ণ আস্থা পেয়েছেন। শ্রেয়াস মনে করেন এখনো তাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব, ‘আমাদের এখনো টুর্নামেন্ট জেতা সম্ভব। আমাদের হাতে ৮টি ম্যাচ আছে। সবার মনে বিশ্বাস আছে।’

গাম্ভীর সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে চলতি আসরে যোগ দেন নিজ শহর দিল্লির দলে। প্রথম ম্যাচে তিনি একটি হাফ সেঞ্চুরি করেন। পরের পাঁচ ইনিংসে রান করেছেন মাত্র ৮৫টি।



রাইজিংবিডি/ঢাকা/২৫ এপ্রিল ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ