ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শূন্য রানে ‘জীবন’ পেয়ে সাকিবের ২৮

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৯, ২৬ এপ্রিল ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শূন্য রানে ‘জীবন’ পেয়ে সাকিবের ২৮

শট খেলছেন সাকিব আল হাসান

ক্রীড়া ডেস্ক : শূন্য রানেই আউট হয়ে যেতে পারতেন। তবে ‘নো’ বলের কল্যাণে জীবন পেয়েছিলেন। কিন্তু সুযোগটা কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারলেন না সাকিব আল হাসান। আউট হলেন ২৮ রান করেই।

আইপিএলে বৃহস্পতিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে সাকিব যখন উইকেটে এলেন, ২৭ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে সানরাইজার্স হায়দরাবাদ। স্কোরটা হয়ে যেতে পারত ৫ উইকেটে ২৭!

পঞ্চম ওভারের শেষ বলে মনিশ পান্ডের ক্যাচ ছাড়েন অ্যান্ড্রু টাই। পরের ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যেতে পারতেন সাকিব। সেটি ছিল সাকিবের মুখোমুখি দ্বিতীয় বল। ভারতীয় পেসার বারিন্দার স্রানের শর্ট বলে সাকিব টপ-এজ হয়ে ধরা পড়েন থার্ডম্যানে। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন সাকিবের। টিভি রিপ্লেতে দেখা যায়, ‘ওভার স্টেপিং’ করেছিলেন স্রান, নো বল!

 



শূন্য রানে জীবন পাওয়া সাকিব পরের বলেই স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে রানের খাতা খোলেন। এক বল পর কাট শটে হাঁকান আরেকটি দুর্দান্ত চার।

এরপর ১৩তম ওভারে আরেকটি চার মেরেছিলেন টাইকে। কিন্তু পরের ওভারে আফগান স্পিনার মুজিব জাদরানের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন। ২৯ বলে ৩টি চারে ২৮ রানের ইনিংসটি সাজান বাঁহাতি ব্যাটসম্যান।

এবারের আইপিএলে অবশ্য এটিই সাকিবের সর্বোচ্চ রান। এর আগে নিজের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে করেছিলেন ২৭ রান। ২৪ রান করেছেন দুই ম্যাচে। আজ ইনিংস বড় করার সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের অলরাউন্ডার।



রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়