ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রফি হাতে পাওয়ার দিনে সিটির হোঁচট

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ৭ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রফি হাতে পাওয়ার দিনে সিটির হোঁচট

ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের শিরোপা উৎসব

ক্রীড়া ডেস্ক : প্রিমিয়ার লিগের ট্রফি হাতে পাওয়ার দিনটাকে জয়ে রাঙাতে পারল না ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে হাডার্সফিল্ড টাউনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে রোববার গোলের ভালো কিছু সুযোগ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। বিশেষ করে কেভিন ডি ব্রুইন ও গ্যাব্রিয়েল জেসুস দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। স্বাগতিকরাও তাই শেষ পর্যন্ত জয় পায়নি।

কিন্তু ম্যাচের ফল নিয়ে ভাবতে বয়েই গেছে সিটির সমর্থকদের! ম্যাচ শেষে সমর্থকদের নিজ নিজ আসনে বসে থাকার অনুরোধ করা সত্ত্বেও শেষ বাঁশি বাজার পরপরই মাঠে নেমে পড়েন সমর্থকরা। উৎসবে রঙিন হয়ে ওঠে পুরো ইতিহাদ স্টেডিয়াম।
 


ম্যানচেস্টার সিটি শিরোপা নিশ্চিত করেছিল পাঁচ ম্যাচ বাকি থাকতেই। ৩৬তম ম্যাচ শেষে হাতে পেল ট্রফি। ঘরের মাঠে নেচে, গেয়ে শিরোপা উৎসব করেছে সিটিজেনরা।

গত সাত বছরে এটি সিটির তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা। ইংল্যান্ডের শীর্ষ লিগে সব মিলিয়ে সিটির শিরোপা পাঁচটি। এটি গার্দিওলার প্রথম ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা।




রাইজিংবিডি/ঢাকা/৭ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়