ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাংলাদেশের বুলবুলকে ছাড়িয়ে গেলেন কেভিন ও’ব্রায়েন

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ১৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের বুলবুলকে ছাড়িয়ে গেলেন কেভিন ও’ব্রায়েন

ক্রীড়া ডেস্ক : ২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে সেঞ্চুরি করে সাড়া ফেলে দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। ১৪৫ রানের অনবদ্য ইনিংস খেলে সেবার রেটিং পয়েন্ট পাওয়ার ক্ষেত্রেও রেকর্ড গড়েছিলেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় কোনো ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ ৪৩২ রেটিং পয়েন্ট পেয়েছিলেন বুলবুল। তার ১৮ বছর পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ কোনো ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। প্রথম ইনিংসে ৪০ ও পরের ইনিংসে অনবদ্য ১১৮ রানের ইনিংস খেলেন তিনি। আজ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানে রেকর্ড ৪৪০ রেটিং পয়েন্ট পেয়েছেন ও’ব্রায়েন। যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

শীর্ষে কে আছেন? শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার চার্লস ব্যানারম্যান। টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম টেস্টে ১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ব্যানারম্যান ১৬৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছিলেন। এমন ইনিংস খেলে ৪৪৭ রেটিং পয়েন্ট পেয়েছিলেন তিনি। ১৪০ বছর ধরে তার সেই রেকর্ড অক্ষুন্ন রয়েছে। কেভিন ও’ব্রায়েন মাত্র ৭ রেটিং পয়েন্টের জন্য ছুঁতে পারেননি ১৪০ বছরের রেকর্ড। ইনিংসটিকে আর একটু লম্বা করতে পারলে হয়তো ব্যানারম্যানকে ছুঁয়েও ফেলতে পারতেন তিনি।

১৯৯২ সালে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে জিম্বাবুয়ের ডেভ হগটন ১২১ ও ৪১ রানের ইনিংস খেলেছিলেন। সেবার হগটন পেয়েছিলেন ৪৩১ পয়েন্ট। ২০০০ সালে বাংলাদেশের আমিনুল ইসলাম বুলবুল ৪৩২ পয়েন্ট পেয়ে ছাড়িয়ে গিয়েছিলেন ডেভ হগটনকে। এবার ৪৪০ পয়েন্ট পেয়ে আমিনুল ইসলামকে ছাড়িয়ে গেলেন কেভিন ও’ব্রায়েন। আফগানিস্তানের অভিষেক টেস্টেও কী এমন কিছু হবে?



রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়