ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি’

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ২১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি’

খালেদ মাহমুদ সুজন

ক্রীড়া প্রতিবেদক : ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে দলও ঘোষণা করা হয়েছে। আজ সোমবার থেকে শুরু হয়েছে খেলোয়াড়দের স্কিল ট্রেনিং। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাগণ মতামত দিচ্ছেন। কেউ আফগানিস্তানের বিপক্ষের সিরিজকে চ্যালেঞ্জিং মনে করছেন, কেউ দেখছেন অন্যভাবে। কেউ সিরিজ জিতে র‌্যাঙ্কিংয়ে উন্নতির বিষয়ে জোর দিচ্ছেন। তবে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের মতে আফগানিস্তানকে হারানোর সামর্থ বাংলাদেশের আছে।

সুজন বলেন, ‘আমাদের জন্য সিরিজ জেতাটা খুব জরুরি, সিরিজ জিতলেই র‌্যাঙ্কিং আগাবে, এখন এইগুলো মাথায় নিয়ে লাভ নেই। আফগানিস্তানকে হারানোর সামর্থ্য আমরা রাখি। যেকোন কন্ডিশনে আমরা ভালো দল। আমরা স্কিলফুল দল। আমাদের ব্যাটিং, বোলিং সব ওদের থেকে ভালো। হ্যাঁ, ওদের বিশ্বসেরা স্পিনার আছে। কিন্তু ওদের পুরো দল ভারসাম্যপূর্ণ নয়। আমরা যদি আমদের ডিসিপ্লিন ঠিক রাখি, বেটার ক্রিকেট খেলি তাহলে আমার মনে হয় এনি টাইম, এনি ডে আফগানিস্তানকে হারাতে পারি।’

বাংলাদেশ দলের জন্য চ্যালেঞ্জিং হবে বিশ্বসেরা স্পিনার রশিদ খান ও তরুণ বোলার মুজিব-উর-রহমানকে খেলা। ভাবা হচ্ছে দেরাদুনে স্পিন বান্ধব উইকেট হবে। সুজন অবশ্য তেমন কিছু মনে করছেন না। আর হলেও সেটা বাংলাদেশের জন্যও ভালো হবে, ‘আমার মনে হয় না খুব একটা স্পিন ফ্রেন্ডলি উইকেট হবে। আমার মনে হয় উইকেটে বাউন্স থাকতে পারে। আমাদের এখান থেকে যে দেখতে গিয়েছিল শুনলাম যে উইকেটে ঘাস আছে অনেক। আমাদের সিরিজ শুরুর আগে ৭টার মতো ম্যাচ হবে ওই গ্রাউন্ডে। তখন হয়ত ঘাস কমে যাবে। বাউন্স থাকতে পারে। আর স্পিন ফ্রেন্ডলি হলে আমাদের জন্যও ভালো। ওরাও স্পিনে এত ভাল তা না। আমরা প্রস্তুত যেরকম উইকেট হোক কিনা।’

আফগানিস্তানের পেসারদের বিষয়ে তিনি বলেন, ‘আমি একটু আগেই বললাম রশিদ-মুজিব ছাড়াও আমাদের ১২টা ওভার খেলতে হবে। ওই ১২টা ওভার খুব গুরুত্বপূর্ণ। টি-টোয়েন্টিতে ১২০টা বল খুব গুরুত্বপূর্ণ। আমরা ১২০টা বল ভালো খেলতেছি। আমি মনে করি স্কিলের দিক থেকে বাংলাদেশ বেটার সাইড আফগানদের হারানোর জন্য আসলে।’

বাংলাদেশ দল দেরাদুনে যাবে ২৯ মে। দুদিন সেখানে অনুশীলন করবে। খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। কেউ কেউ আগেভাগে বাংলাদেশ দলের দেরাদুনে যাওয়ার পক্ষেও মত দিচ্ছেন। এ বিষয়ে সুজন বলেন, ‘যাওয়ার আগে সময় পাচ্ছি তো। শুনেছি ওখানে অনেক গরম এখন। তারপরে ওয়েস্ট ইন্ডিজ সফরটা আমাদের জন্যে গুরুত্বপূর্ণ। যার জন্যে আমরা আবার বেশি চাপ নিতে চাই না। অবশ্যই সিরিজটা জিততে হবে। তবে আমাদের প্লেয়ারদের ইনজুরির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু অত প্লেয়ার নাই। তামিম বা মুশফিক বা সাকিব, মাহমুদউল্লাহ বড় কেউ চোটে পড়লে আমাদের জন্য কঠিন হয়ে যায় আসলে। এখানেও অনুশীলন করছি। ওখানে গিয়েও অনুশীলন ম্যাচ পাচ্ছি। কাজেই ওইভাবে চিন্তা করে লাভ নেই।’



রাইজিংবিডি/ঢাকা/২১ মে ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়