ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কারস্টেনের কাজ নিয়ে বললেন বিসিবি সভাপতি

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২২ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারস্টেনের কাজ নিয়ে বললেন বিসিবি সভাপতি

সংবাদমাধ্যমের সামনে বিসিবি সভাপতি নাজমুল হাসান (ডানে)

ক্রীড়া প্রতিবেদক : গ্যারি কারস্টেন ঢাকায় এসেছেন গত রোববার রাতে। মঙ্গলবার রাতেই তার ঢাকা ছাড়ার কথা। দুই দিন ধরে তার কাজ নিয়ে বিস্তারিত জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সংবাদমাধ্যমকে নাজমুল হাসান বলেছেন, ‘গ্যারির সঙ্গে আমাদের বেশ কিছুদিন আগে থেকেই যোগাযোগ হচ্ছিল। একটা সময় আমাদের এখানে তাকে ডিরেক্টর অব কোচেস হিসেবে নিয়ে আসার পরিকল্পনা ছিল। কথাবার্তাতে আমরা অনেক দূর এগিয়েও গিয়েছিলাম। কিন্তু সে ফুলটাইম কাজ করতে ইচ্ছুক ছিল না। আমরা চাইছি ফুলটাইম কোচ, তখন ডিরেক্টর অব কোচ হয়ে কারস্টেন কী করবে না করবে; সেগুলো আলোচনা হয়েছে। ওকে আমাদের কোচ খুঁজে দেওয়ার দায়িত্বটা দিই। কিছু আইডিয়া সে দেবে, সেগুলো নিয়ে হয়তো আমরা ভাবব।’

‘কোচ নিয়ে আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। সংক্ষিপ্ত তালিকা করেছি। ও খেলোয়াড়, পরিচালকদের সঙ্গে আরো যারা আছে ক্রিকেটের সঙ্গে জড়িত, তাদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করেছে আমাদের কী ধরনের কোচ প্রয়োজন। ও এসে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে। অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছে, নির্বাচকদের সঙ্গে কথা বলেছে। স্থানীয় কোচদের সঙ্গেও কথা বলেছে। সেসব জায়গা থেকেই একটা ধারণা নিয়েছে’- যোগ করেন বোর্ড সভাপতি।

মঙ্গলবার কারস্টেন বিসিবি সভাপতির সঙ্গেও দেখা করেছেন। সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে, সেটা জানালেন নাজমুল হাসান, ‘আজকে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে অনেক আলোচনা হয়েছে। ‘এ’ দল, এইচপি দল, অনূর্ধ্ব-১৯ দলের কোচ নিয়ে আলোচনা হয়েছে। ওখানে কোচ আসার প্রক্রিয়া কেমন, কীভাবে কাজ করা হচ্ছে, তাদের কোনো লেভেলের কোচিং করানোর অভিজ্ঞতা আছে। আমাদের দেশে কতগুলো লেভেল-৩ করা কোচ আছে। এগুলো সম্পর্কে আইডিয়া নিয়েছে। এইচপি দলটার ব্যাপারে কারস্টেন জোর দিয়েছে। ওখানের পাইপলাইন যত শক্ত হবে, জাতীয় দল তত শক্তিশালী হবে। ওখানেও কিছু কোচ নিয়োগ করার চিন্তা ভাবনা করব।’

‘আমি যতটুকু দেখলাম, আমাদের সম্পর্কে তার একটা ভালো ধারণা হয়েছে। তার মনে হয়েছে বাংলাদেশে ভালো একটা সম্ভাবনা আছে। এজন্য সে মনে করে, আমরা যদি ঠাণ্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় সঠিক লোক নিয়োগ দিতে পারি; তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে’- বলেন নাজমুল হাসান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন প্রধান কোচ পাওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি সভাপতিও, ‘তার সঙ্গে কথা বলে যতদুর ধারণা, আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে জাতীয় দলের পুরো সেটআপ পাচ্ছি। ২৪-২৫ তারিখের দিকে দল যাবে। আমাদের আশা ১৫ জুনের মধ্যে কোচ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারব। ১৫ তারিখের আগেই কোচকে সিদ্ধান্ত দিতে হবে। এরপর আমরা তাদের সাক্ষাৎকার নেব। ওখান থেকে বাছাই করব। আমাদের নিজেদেরও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আশা করি খুব দ্রুতই হয়ে যাবে।’

কারস্টেনের সঙ্গে পরবর্তীতে চুক্তি নবায়ন করতে চাইলে সেটা আলোচনা করেই হবে বলে জানালেন বোর্ড প্রধান, ‘সে আজকে চলে যাবে। মাঝখানে আরো কয়েবার সে আসতে পারে। যখন প্রয়োজন তখন আসবে। তার সঙ্গে আমাদের যে চুক্তি সেটা এই কাজের জন্যই। তারপর তার সঙ্গে চুক্তি নবায়ন করতে চাইলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’




রাইজিংবিডি/ঢাকা/২২ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়