ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ডি ভিলিয়ার্সের হঠাৎ অবসরে টুইটারে ঝড়

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৩ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডি ভিলিয়ার্সের হঠাৎ অবসরে টুইটারে ঝড়

আন্তর্জাতিক ক্রিকেটে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে আর ঝড় উঠবে না

ক্রীড়া ডেস্ক : ঘোষণাটা এসেছে আচমকাই। তাই অনেককেই অবাক করেছে।

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান আজ অবসরের ঘোষণা দিয়ে জানিয়েছেন, তিনি ‘ক্লান্ত’। ৩৪ বছর বয়সি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪ বছরের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৪২০ ম্যাচে ২০ হাজারেরও বেশি রান করেছেন। সেঞ্চুরি আছে ৪৭টি। টেস্ট ও ওয়ানডে- দুই ফরম্যাটেই ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে।

ডি ভিলিয়ার্সের হঠাৎ অবসর নিয়ে টুইটারে ঝড় উঠেছে। চলুন দেখে নেওয়া যাক, কে কী বলেছেন :

ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার টুইট বার্তায় লিখেছেন, ‘মাঠের খেলার মতো মাঠের বাইরেও আপনি ৩৬০ ডিগ্রী সফল। নিশ্চিতভাবে আমরা আপনাকে মিস করব। আপনার জন্য শুভ কামনা!’

আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগের টুইট, ‘অভিনন্দন এবি ডি ভিলিয়ার্স, বিশ্বের সেরা ক্রিকেটার, একটি চমৎকার ক্যারিয়ার। আপনি ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট ভাবা যায় না, কিন্তু আপনি বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মাধ্যমে উদযাপন চালিয়ে যাবেন।’

ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইট করেছেন, ‘এবি ডি ভিলিয়ার্স এমনভাবে ক্রিকেট খেলেছে, যেমনটা খেলা উচিত। মজা, অ্যাডভেঞ্চার, আনন্দ হিসেবে।’

অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ ড্যারেন লেম্যান লিখেছেন, ‘ক্রিকেটের একজন গ্রেট, যিনি তার ক্যারিয়ারজুড়ে বিনোদন দিয়ে গেছেন। অভিনন্দন এবি ডি ভিলিয়ার্স। একজন চমৎকার মানুষ।’

শ্রীলঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনের টুইট, ‘সেরাদের একজন! শুভ কামনা এবি ডি ভিলিয়ার্স। অসাধারণ খেলোয়াড়, কিন্তু সবকিছুর উর্ধ্বে দারুণ একজন মানুষ।’



রাইজিংবিডি/ঢাকা/২৩ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়