ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্লিজ লিভারপুলকে হারিয়ে দাও, জিদানকে বেকহাম

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ২৬ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্লিজ লিভারপুলকে হারিয়ে দাও, জিদানকে বেকহাম

জিনেদিন জিদান ও ডেভিড বেকহাম

ক্রীড়া ডেস্ক : ডেভিড বেকহাম ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন ২০০৩ সালে। তবে ইউনাইটেডের চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের প্রতি তার ‘বিদ্বেষ’টা এখনো আগের মতো তীব্রই আছে। তাই তো তার প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ জিনেদিন জিদানের কাছে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের আকুতি, চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল যেন লিভারপুলকে হারিয়ে দেয়।

ইউক্রেনের কিয়েভে বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে ১টায় চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ২০০৩ সালে ২৫ মিলিয়ন পাউন্ডে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন বেকহাম। ফাইনালের আগে রিয়াল মাদ্রিদ কোচ জিদানের সঙ্গে তিনি একটি সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন।

বেকহাম জিদানকে বলেন, ‘খেলোয়াড় হিসেবে সফল হওয়ার পর কোচ হিসেবেও এখন পর্যন্ত সফল হওয়া অসাধারণ এক অর্জন। আমি জিজুকে অভিনন্দন জানাতে চাই। কোচ, সভাপতি, ক্লাব সবাইকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য শুভ কামনা জানাই। এবং প্লিজ লিভারপুলকে হারিয়ে দাও, প্লিজ!’

চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি রিয়ালের সামনে। ফাইনালে ওঠার পথটা মোটেই সহজ ছিল না বলে জানালেন জিদান, ‘ফাইনালে ওঠার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সবার অনেক ব্যক্তিগত বিনিয়োগ আছে। যখন আমি কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তখন আমার মনে হয়েছে, কোনো কিছুই অসম্ভব নয়। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আমি জানি, আমরা দারুণ কিছু অর্জন করতে পারি।’

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়