ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুই টিকিট কালোবাজারির সাজা

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ১০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই টিকিট কালোবাজারির সাজা

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে দুই জনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঈদের ফিরতি টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ রোববার তারা টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রি করছিলেন। এ সময় রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি দল।

পরে স্টেশনেই তাদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান তাদের সাজা দেন। এর মধ্যে পবা উপজেলার কাপাশমূল এলাকার আবু হানিফের ছেলে কাওসার আলীকে (৩৮) তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

মহানগরীর শিরোইল কলোনী এলাকার হাবিবুরের রহমানের ছেলে হাফিজুর রহমানকে (২৬) তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালাত চলাকালে কাওসার আলী জরিমানার তিন হাজার টাকা পরিশোধ করেন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধ না করায় হাফিজুর রহমানকে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে কাওসারের কাছ থেকে পাঁচটি ও হাফিজুরের কাছে থেকে চারটি টিকিট উদ্ধার করা হয়। এরা দুইজনই বেশি দামে ফিরতি টিকিট বিক্রি করছিলেন।




রাইজিংবিডি/রাজশাহী/১০ জুন, ২০১৮/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়