ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শুরু হচ্ছে ওয়ালটন-রাইজিংবিডি কুইজ প্রতিযোগিতা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ১২ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুরু হচ্ছে ওয়ালটন-রাইজিংবিডি কুইজ প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিবেদক : আর মাত্র একদিনের অপেক্ষা। তার পরেই শুরু `গ্রেটেস্ট শো অন আর্থ`। বিশ্বকাপ ফুটবল। ৩১ দিন সারা পৃথিবীকে এক সুরে বেঁধে রাখবে সেই এক খেলা। বিশ্ব জুড়ে শত কোটি মানুষ টিভির পর্দায় রোনালদো, মেসি, নেইমারদের পায়ের জাদুতে মগ্ন হবেন।

ফুটবলপ্রেমীদের আনন্দ আরো বাড়াতে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি কুইজ প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ‘ওয়ালটন-রাইজিংবিডি বিশ্বকাপ ফুটবল কুইজ’ প্রতিযোগিতা।

প্রতিদিন বহু নির্বাচনী প্রশ্ন আকারে তিনটি করে সহজ কুইজ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা তিনটি বিকল্পের মধ্য থেকে সঠিক উত্তর নির্বাচন করবেন। উত্তরগুলো পাঠাবেন এই ঠিকানায় । সঙ্গে নিজের নাম এবং মোবাইল ফোন নম্বর দিতে হবে।  

ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রতিদিন একজনকে দেওয়া হবে ওয়ালটন স্মার্টফোন। এভাবে ৩১ দিন ৩১ জন ভাগ্যবান অংশগ্রহণকারী পাবেন ওয়ালটন স্মার্টফোন।

বিশ্বকাপ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

এই প্রতিযোগিতায় কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে। যেমন :
১. এতে অংশ নেওয়ার ক্ষেত্রে নাম, ই-মেইল অ্যাড্রেস এবং মোবাইল ফোন নম্বর দেওয়া বাধ্যতামূলক।
২. অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদানকারী প্রতিযোগিতায় অযোগ্য বলে বিবেচিত হবেন।
৩. প্রতিদিন সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনকে ওয়ালটন স্মার্টফোন দেওয়া হবে।
৪. একজন প্রতিযোগী সর্বোচ্চ একবারই পুরস্কার জেতার সুযোগ পাবেন।
৫. ওয়ালটন এবং রাইজিংবিডির সঙ্গে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা/কর্মচারী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।
৬. কুইজের প্রশ্ন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে (রাত ১২টা থেকে পরদিন রাত ১১.৫৯) সঠিক উত্তর পাঠাতে হবে।
৮. এই প্রতিযোগিতার বিষয়ে সব ক্ষমতা কর্তৃপক্ষের হাতে সংরক্ষিত।



রাইজিংবিডি/ঢাকা/১২ জুন ২০১৮/ইয়াসিন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়