ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বিবস্ত্র অবস্থায় কর্ণফুলী পেপার মিলে ৫ চোর!

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪২, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিবস্ত্র অবস্থায় কর্ণফুলী পেপার মিলে ৫ চোর!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : কর্ণফুলী পেপার মিলে যন্ত্রাংশ চুরি করতে গিয়েছিল ৫জন চোর, তাও আবার সম্পুর্ণ বিবস্ত্র অবস্থায়।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন জানান, চোরদের আগমন টের পেয়ে মিলের নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে ৩ জনকে বিবস্ত্রই আটক করে। তাদের পরিধানের জন্য বস্ত্র দেওয়া হয়। আর দু’জন বিবস্ত্র অবস্থাতেই পালিয়ে যায়।

আটককৃতরা তারা দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা বরইছড়ি এলাকায় আরো অনেক চুরির ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে।

এর আগে এই চোররাই চুরি করেছিলো কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায়। চুরির পর পুলিশ অভিযান চালিয়ে চুরির মালামালসহ তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত থেকে তারা জামিন পেয়ে যায়। এবার তারা কর্ণফুলী পেপার মিলে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পরে যায় নিরাপত্তাকর্মীদের হাতে।

বুধবার দুই চোরকে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সামনে হাজির করা হয়। কিন্তু চোরদের মধ্যে কোন প্রতিক্রিয়াই নেই।

অবাক উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রশ্ন করেন ‘তোমরা এতো নির্লিপ্ত কেন? উত্তরে চোরেরা আরো অবাক করে দিয়ে বললেন ‘গতবার জামিন পাইছি। দুইজন মিলে লয়ারকে ১৪ হাজার টাকা দিছি।’

‘এইবারও জামিন পামু’ জানালেন তারা হাসি হাসি মুখেই।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ জুন ২০১৮/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়