ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিসিক নির্বাচন : মনোনয়নপত্র নিয়েছেন ২৫ জন

নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪২, ১৫ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিসিক নির্বাচন : মনোনয়নপত্র নিয়েছেন ২৫ জন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দুই মেয়রসহ সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী দুইজনই স্বতন্ত্র প্রার্থী। তারা হচ্ছেন- এহসানুল হক তাহের ও এহসানুল মাহবুব চৌধুরী জাহেদ।

সিসিক নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার মেয়র পদে দুইজন, সাধারণ কাউন্সিলর পদে ২১ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তিনি আরো জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। শুধু ঈদের ছুটিতে মনোনয়নপত্র দেওয়া বন্ধ থাকবে।

তিনি জানান, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। রিটার্নিং অফিসার ১ ও ২ জুলাই মনোনয়নপত্র বাছাই করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ জুলাই। আর ৩০ জুলাই ভোট গ্রহণ হবে।



রাইজিংবিডি/সিলেট/১৫ জুন ২০১৮/নোমান/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়