ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলেন ওকস

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ১৯ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাঁটুর ইনজুরিতে ছিটকে গেলেন ওকস

ক্রীড়া ডেস্ক: হাঁটুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজে খেলা হচ্ছে না ইংল্যান্ডের পেস অলরাউন্ডার ক্রিস ওকসের। শুধু ওকস না, ইনজুরির কারণে খেলার সম্ভাবনা নেই আরেক পেস অরাউন্ডার বেন স্টোকসের।

ভারতের বিপক্ষে জুলাইয়ে তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। স্টোকস ভারতের বিপক্ষে ওয়ানডেতে ফিরবেন।

পাকিস্তানের বিপক্ষে লিডস টেস্ট চলার সময়ে ইনজুরিতে পড়েন ওকস। ডান হাঁটু কিছুটা ফুলে যাওয়ায় ওই টেস্ট থেকে তাকে সরিয়ে নেয় টিম ম্যানেজম্যান্ট। এরপর হাঁটুতে একটি ইনজেকশনও দেওয়া হয়। ব্যথা কমে যাওয়ার কথা থাকলেও তা কমেনি। তাই তাকে পুর্নবাসন প্রক্রিয়ায় রাখা হয়।

কবে নাগাদ ওকস ফিরতে পারবেন তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও মিস করবেন ওকস। আগামী ১২ জুলাই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে। ওই সিরিজের আগে তাকে একবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

‘আমি এখনও নিশ্চিত নই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে পারব কিনা। আমাকে ক্রিকেট ফিরতে হলে সময় দিতে হবে। হাঁটুর চোটে আমি উদ্বিগ্ন।’- বলেছেন ওকস। হাঁটুর চোটে এর আগে ভুগেছেন ওকস। ২০১৫ সালে তার অস্ত্রোপচার করা হয়। ২০১৭ সালে পুরো চ্যাম্পিয়নস ট্রফি মিস করেন এই ইনজুরিতে।

২০১৯ বিশ্বকাপকে কেন্দ্র করেই এখন পরিকল্পনা সাজাচ্ছেন ওকস। যে করেই হোক বিশ্বকাপে তাকে পুরোপুরি ফিট চায় ইংল্যান্ড। 




রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়