ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ওয়ালটন রেটিং দাবা জুলাইয়ে

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ালটন রেটিং দাবা জুলাইয়ে

ক্রীড়া ডেস্ক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় জুনে শেষ হয়েছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। যেখানে দেশ ও বিদেশের গ্র্যান্ডমাস্টার, ফিদে মাস্টার, আন্তর্জাতিক মাস্টাররা অংশ নিয়েছিলেন। এবার জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৮।’ এখানে কেবল তারাই অংশ নিবেন যাদের রেটিং পয়েন্ট ২১০০ এর কম। এই প্রতিযোগিতায় যারা ভালো করবে তাদেরকে পরবর্তীতে জাতীয় দাবায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

প্রতিযোগিতার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রশাসনিক কর্মকর্তা ও আন্তর্জাতিক রেফারি হারুন অর রশিদ বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় জুলাইর ৪ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে রেটিং দাবা প্রতিযোগিতায়। আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় দেশের বাইরের দাবাড়ুরা অংশ নিতে পারলেও এখানে কেবল দেশি দাবাড়–রা অংশ নিবেন। এবং কেবল তারাই অংশ নিতে পারবেন যাদের রেটিং পয়েন্ট ২১০০ এর নিচে। এই প্রতিযোগিতার মাধ্যমে দাবাড়ুদের রেটিং বাড়বে, কমবে। এই প্রতিযোগিতায় ভালো করা ১৬ জন ন্যাশনালে খেলতে পারবে।’

প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার বিষয়ে ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এন্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ প্রতি বছর বাংলাদেশ দাবা ফেডারেশনের অনেকগুলো প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত হয়ে থাকি। কিছুদিন আগে আন্তর্জাতিক রেটিং দাবার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। এবার রেটিং দাবার সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা মূলত ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। এখানে যারা ভালো করবে তারা জাতীয় দাবায় অংশ নেওয়ার সুযোগ পাবে। চ্যাম্পিয়নদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। পাশাপাশি নিজেদের রেটিং বাড়িয়ে নেওয়ারও সুযোগ পাবে তারা। নিজেদের ক্যালিবারও বাড়বে।’

এই প্রতিযোগিতায় সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে থাকবে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।



রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়