ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

আর্জেন্টিনা কোচ সাম্পাওলি ছাঁটাই

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৭, ১৫ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আর্জেন্টিনা কোচ সাম্পাওলি ছাঁটাই

হোর্হে সাম্পাওলি

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের কোচের পদটা হোর্হে সাম্পাওলিকে ছাড়তে হচ্ছে, এই গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেটিই সত্যি হলো। বিশ্বকাপে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সের দায়ে ছাঁটাই হলেন সাম্পাওলি।

রোববার এক বিবৃতিতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচের পদে সাম্পাওলি আর থাকছেন না।

২০১৭ সালের মে মাসে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন সাম্পাওলি। বিশ্বকাপের বাছাইপর্ব থেকে বাদ পড়ার শঙ্কা কাটিয়ে কোনোমতে রাশিয়ার টিকিট পেয়েছিল তার দল।

বিশ্বকাপে প্রথম ম্যাচে নবাগত আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যায় আর্জেন্টিনা। গ্রুপের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মার্কোস রোহোর ৮৬ মিনিটের গোলে নকআউট পর্বে ওঠে তারা। শেষ ষোলোয় ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় ২০১৪ সালের রানার্সআপরা।

বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণেই চাকরি হারালেন সাম্পাওলি। এএফএ অবশ্য বিবৃতিতে বলেছে, দুই পক্ষের ‘পারস্পারিক সমঝোতা’য় সাম্পাওলির চুক্তি বাতিল করা হয়েছে।

সাম্পাওলির পরিবর্তে আর্জেন্টিনা দলের দায়িত্ব কে নেবেন, সে ব্যাপারে এখনো কিছু জানায়নি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়