ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রোনালদোর জন্যই মানুষ সিরি আ দেখবে’

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোনালদোর জন্যই মানুষ সিরি আ দেখবে’

ক্রীড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাসে যোগ দেওয়ায় ইতালিয়ান ফুটবলে উন্নতি দেখছেন হোসে মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মনে করেন, শুধু পর্তুগিজ ফরোয়ার্ডের জন্যই বিশ্বের মানুষ এখন সিরি ‘আ’ দেখবে।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে গত সপ্তাহে জুভেন্টাসে যোগ দিয়েছেন রোনালদো। তুরিনের ক্লাবটিতে এরই মধ্যে রোনালদোর স্বাস্থ্যপরীক্ষাও হয়ে গেছে। গতকাল স্বাস্থ্যপরীক্ষার পর পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা জানিয়েছেন, জুভেন্টাসেও সেরা হতে চান তিনি।

মরিনহো মনে করেন, রোনালদো আসায় ইতালির শীর্ষ লিগ অনেক বেশি দর্শক টানবে। ইতালিয়ান একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে মরিনহো বলেছেন, ‘এখন আপনারা ত্রিমাত্রিক ফুটবল দেখতে পারবেন। সবাই ইতালির দিকে তাকাবে রোনালদোর জন্য, স্পেনের দিকে মেসির জন্য, আর প্রিমিয়ার লিগ দেখবে, কারণ এটি সেরা লিগ।’

রোনালদো ইতালিতে আসায় শুধু মাঠে নয়, মাঠের বাইরেও এর প্রভাব পড়বে বলে মনে করেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ কোচ, ‘এই দলবদলের জন্য আমি জুভেন্টাসকে অভিনন্দন জানাই। এটা বিপণন, বিজ্ঞাপন ও বিক্রয়ের ক্ষেত্রেও বিশাল প্রভাব ফেলবে।’

মরিনহোর বিশ্বাস, ইতালির শীর্ষ লিগে প্রতিদ্বন্দ্বিতাও এখন আগের চেয়ে বেশি হবে।



রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়